বেলডাঙা রেল ওভারব্রিজের কাজ দ্রুত শেষ করতে ডিআরএম-এর সঙ্গে ইউসুফ পাঠানের বৈঠক

মুর্শিদাবাদের বেলডাঙায় বহু প্রতীক্ষিত রেল ওভারব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে দেখা করলেন বহরমপুরের নবনির্বাচিত সাংসদ ইউসুফ পাঠান। বুধবারের এই বৈঠককে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

দীর্ঘদিন ধরে বেলডাঙার রেলগেটে যানজট এবং নিরাপত্তা নিয়ে সমস্যায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। ‘বেলডাঙা নাগরিক কল্যাণ সমিতি’-এর পক্ষ থেকে এই রেলগেটে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানানো হচ্ছিল। এই পরিস্থিতিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কয়েকটি স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা নেয়। এর মধ্যে বেলডাঙার ওভারব্রিজটিও অন্তর্ভুক্ত।

আজ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন, “বেলডাঙায় রেল ওভারব্রিজ তৈরি হচ্ছে। এই কাজ যাতে দ্রুত শেষ হয়, তার জন্য ডিআরএম-এর কাছে আবেদন করেছি। একইসঙ্গে আমার সংসদীয় এলাকার অন্তর্গত অন্যান্য রেল প্রকল্পের কাজও যাতে তাড়াতাড়ি শেষ হয়, সে ব্যাপারে আলোচনা হয়েছে।”

সাংসদ আরও জানান যে, আসন্ন পুজো এবং অন্যান্য উৎসবের সময় তাঁর সংসদীয় এলাকা থেকে বিশেষ ট্রেন চালানোর জন্যও তিনি ডিআরএম-এর কাছে একটি চিঠি জমা দিয়েছেন। তিনি এই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেন।

শিয়ালদহ ডিপিও একলব্য চক্রবর্তী সাংবাদিকদের বলেন, “ইউসুফ পাঠান এবং ডিআরএম-এর মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু জানা যায়নি। তবে সাংসদ ইউসুফ পাঠান জানিয়েছেন যে তিনি আলোচনায় সন্তুষ্ট।”

বিশেষজ্ঞদের মতে, এই ওভারব্রিজটি তৈরি হলে বেলডাঙা রেলগেটে যানজট কমার পাশাপাশি মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে। সাংসদ ইউসুফ পাঠানের এই উদ্যোগ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।