ফের পোশাকে রং মিলান্তি! ‘ধূমকেতু’র সাফল্য কামনায় ‘বড়মা’-র মন্দিরে দেব-শুভশ্রী

দীর্ঘ ১০ বছর পর দেব ও শুভশ্রী জুটি ফিরছে বড় পর্দায়, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মুক্তি পেতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ভক্তদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে ছবির অগ্রিম বুকিং-এ। ছবি মুক্তির আগে এই জুটির সাফল্য কামনা করে কালীঘাটের ‘বড়মা’-র মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন দেব ও শুভশ্রী। তাদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

রঙের মিলন্তিতে নস্টালজিয়া
বড়মার মন্দিরে দেবকে লাল পাঞ্জাবিতে এবং শুভশ্রীকে লাল শাড়িতে দেখা গেছে। তাদের পোশাকের এই রঙের মিলন্তি যেন তাদের পুরনো ম্যাজিক এবং নস্টালজিয়াকে আবার ফিরিয়ে এনেছে। গত ৪ আগস্ট নজরুল মঞ্চে ‘ধূমকেতু’-র ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ৯ বছর পর তাদের আবার একসঙ্গে দেখা গিয়েছিল। সেইদিনও তারা দুজনেই কালো পোশাকে সেজেছিলেন। একসঙ্গে হাতে হাত রেখে তারা মঞ্চে হেঁটেছিলেন, যা দেখে দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছিল।

ছবির সাফল্য নিয়ে আশাবাদী সবাই
মন্দিরে দেব ও শুভশ্রী দুজনেই একসঙ্গে বসে বড়মার কাছে প্রার্থনা করেছেন যেন ‘ধূমকেতু’ বক্স অফিসে রেকর্ড সাফল্য পায়। তাদের আনন্দ এবং কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে যে, এই ছবি নিয়ে তারা কতটা উচ্ছ্বসিত। ১৪ আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে এবং অগ্রিম বুকিং-এর ট্রেন্ড দেখে টলিউড বক্স অফিস মনে করছে যে, এই জুটির ম্যাজিক এখনও সুপারহিট।