লাল শাড়ি-পাঞ্জাবিতে পাশাপাশি দেব-শুভশ্রী! বড় মা-র কাছে পুজো দিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন ‘দেশু’

দীর্ঘ ন’বছরের অপেক্ষার পর অবশেষে আগামীকাল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ছবি মুক্তির একদিন আগে বুধবার দুপুরে নৈহাটির বিখ্যাত বড় মা কালী মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। তাঁদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
এটি কোনো প্রচারমূলক সফর ছিল না, বরং ছবির সাফল্য কামনা করতেই তাঁরা কলকাতা থেকে নৈহাটি পাড়ি দেন। দেবের পরনে ছিল লাল পাঞ্জাবি ও সাদা পাজামা, আর শুভশ্রী সেজে উঠেছিলেন হলুদ পাড় লাল বেনারসি শাড়িতে। পাশাপাশি বসে দেবীর আরাধনা করেন তাঁরা এবং হাত জোড় করে ছবির সাফল্য কামনা করেন।
দেব-শুভশ্রীকে দেখতে মন্দিরের বাইরে ভক্তদের ঢল নেমেছিল। এই জনপ্রিয় জুটিকে দেখে ভক্তরা হর্ষধ্বনিতে ফেটে পড়েন। ছাদ থেকে হাসিমুখে হাত নেড়ে তাঁদের ভালোবাসার জবাব দেন দেব-শুভশ্রী।
নয় বছর আগে ২০১৫ সালে শুটিং শেষ হলেও নানা জটিলতায় ছবিটি তখন মুক্তি পায়নি। এত দীর্ঘ অপেক্ষার পরেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ যে বিন্দুমাত্র কমেনি, তা অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান থেকেই স্পষ্ট। শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, মুক্তির আগেই ‘ধূমকেতু’-র ১০০টিরও বেশি শো হাউজফুল হয়ে গেছে, যা বাংলা ছবির ইতিহাসে একটি নতুন রেকর্ড।
দর্শকদের চাহিদা মেটাতে রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহে রাত দুটোয় শো রাখা হয়েছে, যা এক বিরল ঘটনা। শুধু তাই নয়, কলকাতার মাল্টিপ্লেক্সেও মুক্তির দিন সকাল ৭টার শো পেয়েছে ছবিটি। বুক মাই শো-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। দক্ষিণ কলকাতার নবীনা প্রেক্ষাগৃহে প্রথম দু’দিনের সব শো হাউজফুল হয়ে গেছে। এই পরিসংখ্যান দেখে নির্মাতারা আশা করছেন, ‘ধূমকেতু’ বক্স অফিসেও ঝড় তুলবে।