প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি, মন্দিরের দেওয়ালে হামলার বার্তায় পুরীতে শুরু শোরগোল

পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) হেরিটেজ করিডর সংলগ্ন দেওয়ালে বুধবার দুপুরে সন্ত্রাসী হামলার হুমকি লেখা বার্তা পাওয়া গেছে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওড়িয়া ও ইংরেজি ভাষায় লেখা ওই বার্তায় স্পষ্ট বলা হয়েছে যে, “জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হবে।” এই হুমকিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করা হয়েছে এবং একাধিক ফোন নম্বরও দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা দেওয়ালের ওই লেখাটি মুছে দিয়েছেন। এছাড়াও, অভিযোগ উঠেছে যে হেরিটেজ করিডরের কিছু আলোও ভেঙে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, যে এলাকায় সবসময় সিসিটিভি ক্যামেরা ও পুলিশি নজরদারি থাকে, সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল? পুণ্যার্থী ও স্থানীয়রা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তকারীদের প্রাথমিক লক্ষ্য হলো, এটি কোনো প্রকৃত সন্ত্রাসী চক্রান্ত, নাকি শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কারো কুরুচিকর কৌতুক। সূত্রের খবর, হুমকি বার্তায় উল্লেখিত ফোন নম্বরগুলি ট্র্যাক করা হচ্ছে।
মন্দির কমিটির কর্মকর্তারা এবং ওড়িশা প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুণ্যার্থীরা বলছেন, “দেওয়ালে চড়ে কিছু লিখতে গেলে রক্ষীদের চোখে পড়ার কথা, তাহলে কীভাবে তা নজর এড়িয়ে গেল?” এই ঘটনা জগন্নাথ মন্দির এবং তার আশেপাশের এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
যেহেতু হুমকি বার্তায় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে, তাই এটি শুধুমাত্র স্থানীয় বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিও ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে। পুরো বিষয়টি ঘিরে রাজনৈতিক স্তরেও প্রতিক্রিয়া শুরু হয়েছে।