“শুভ জন্মদিন প্রিয়…”-জন্মদিনে সৎ মায়ের কাছ থেকে যে বার্তা পেলেন সারা আলী খান

৩০ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। আর মেয়ের এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সৎ মা কারিনা কাপুর খান। তাদের দুজনের মধ্যে সৎ মায়ের সম্পর্কের চেয়েও অনেক বেশি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, যা বলিউডের অন্যতম আলোচিত বিষয়।

সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর কারিনাকে বিয়ে করেন তিনি। সাইফ এবং কারিনার এক দশকেরও বেশি সময়ের সংসারে তৈমুর এবং জেহ নামে দুই সন্তান থাকলেও, সারার সঙ্গে কারিনার সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ।

সারা ছোটবেলা থেকেই কারিনাকে সিনেমার পর্দায় পছন্দ করতেন। সেই কারিনাই যখন তার সৎ মা হলেন, তখন তাদের সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে। কারিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সারার মা নন, কারণ তার মা রয়েছে। তবে তারা দুজনে খুব ভালো বন্ধু।

জন্মদিনে কারিনা নিজের ইনস্টাগ্রামে সারার একটি ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়। এই বছরটা তোমার জীবনে মনে রাখার মতো হোক। অনেক ভালোবাসা।”

সারাও বিভিন্ন সময়ে কারিনার প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন। বাবার বিয়ের সময় তিনি সবসময় পাশে ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে সারা বলেছেন, “আমি কারিনাকে এতটাই ভালোবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুরা এটা নিয়ে প্রায়ই মজা করি।”

কারিনা সারাকে তার প্রেম জীবন এবং ক্যারিয়ার নিয়ে নানা সময়ে পরামর্শ দিয়েছেন। তাদের সম্পর্কের এই উষ্ণতা বলিউড ইন্ডাস্ট্রিতে এক নতুন উদাহরণ তৈরি করেছে।