লেজেন্ডস টি-১০ লিগে হার দিয়ে শুরু বেঙ্গল টাইগার্সের, মুম্বই স্টারসের সহজ জয়

লেজেন্ডস টি-১০ লিগের প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সকে ছয় উইকেটে হারিয়েছে মুম্বই স্টারস। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন বেঙ্গল টাইগার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮২ রান তোলে। এই লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই স্টারস ৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
মুম্বইয়ের বোলারদের দাপটে বেঙ্গল টাইগার্সের ব্যাটাররা কেউই বড় রান করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দলটি প্রত্যাশিত স্কোর গড়তে ব্যর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের ব্যাটাররা সতর্কভাবে খেলে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের পর হারের জন্য হতাশ হলেও দলের সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন বেঙ্গল টাইগার্সের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, “আমরা যেমন আশা করেছিলাম, তেমনভাবে শুরু করতে পারিনি। তবে মাঠে খেলোয়াড়দের মধ্যে যে উন্মাদনা ছিল এবং গ্যালারি থেকে যে সমর্থন পেয়েছি, তা দেখে খুব ভালো লাগছে।” ফিঞ্চ আরও বলেন, আগামী ম্যাচে তার দল আরও ভালো পারফর্ম করবে।