নির্দেশ না মানায় মুখ্যসচিবকে তলব করল নির্বাচন কমিশন, সাসপেনশনের নির্দেশে অনড় নবান্ন

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগে এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টায় দিল্লিতে কমিশনের দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। ভুয়ো ভোটারের অভিযোগের ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় যুক্ত চারজন অফিসার ও একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করার জন্য সময় বেঁধে দিয়েছিল কমিশন, কিন্তু নবান্ন সেই নির্দেশ মানেনি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারুইপুর পূর্ব এবং ময়নার নির্বাচনী আধিকারিক সহ মোট চারজন অফিসার ও একজন ডেটা এন্ট্রি অপারেটরের নাম সামনে আসে, যাঁদের বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ রয়েছে। এই পাঁচজনের বিরুদ্ধে দ্রুত সাসপেনশন এবং এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন।

রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানোর পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় কমিশন সময়সীমা বেঁধে দেয়। সোমবার বিকেল ৩টে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার শুধুমাত্র দু’জনকে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া থেকে সরিয়ে দেয়, বাকি তিনজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

রাজ্যের পক্ষ থেকে এই পদক্ষেপকে ‘প্রাথমিক’ বলে উল্লেখ করা হয়েছে। নবান্নের ব্যাখ্যা, এত কাজের চাপের মধ্যে তদন্ত ছাড়া কোনো অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অন্যদের মনোবল ভেঙে যেতে পারে।

তবে রাজ্যের এই যুক্তিকে গুরুত্ব না দিয়ে কমিশন কঠোর পদক্ষেপ নিয়েছে এবং সরাসরি মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছে। এখন দেখার, মুখ্যসচিব দিল্লিতে কমিশনের কাছে কী জবাব দেন। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “আমি কারও পানিশমেন্ট হতে দেব না।”