আইন-শৃঙ্খলা বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, রাজনৈতিক সহিংসতা বরদাস্ত নয়

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির এক প্রশাসনিক বৈঠকে আচমকাই উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক খুনের ঘটনা নিয়ে কঠোর বার্তা দিলেন। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে যখন প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছিল, তখন মুখ্যমন্ত্রী সবাইকে চমকে দিয়ে আলোচনা ঘুরিয়ে দেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে।
গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া তিনটি রাজনৈতিক খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “থানার আইসি বা ওসি-দের ওপর পুরো দায়িত্ব ছেড়ে দিলে হবে না। আপনারাও দায়িত্ব নিন, নজরদারি বাড়ান। এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি স্পষ্ট করে জানান, আইন-শৃঙ্খলা নিয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না।
মুখ্যমন্ত্রী জেলার পুলিশ সুপার (এসপি) ও পুলিশ কমিশনারদের (সিপি) নিজ নিজ এলাকায় সরাসরি হস্তক্ষেপ করার নির্দেশ দেন। তিনি বলেন, শুধু নথিপত্র বা রিপোর্টে কাজের অগ্রগতি দেখালেই চলবে না, প্রতিটি রাজনৈতিক সংবেদনশীল এলাকা চিহ্নিত করে সেখানে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজনীতিতে মতবিরোধ থাকবেই, কিন্তু প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে সক্রিয় হতে হবে, যাতে মানুষ নিরাপদ বোধ করেন।” তিনি শাসকদল ও বিরোধীদল নির্বিশেষে সবাইকে সতর্ক করে বলেন, অপরাধী যেই হোক না কেন, দলীয় পরিচয় দেখে নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের লক্ষ্য হলো মানুষকে প্রশাসনের সঙ্গে যুক্ত করা এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধান করা। মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হলে এই প্রকল্পের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে। তাই তিনি চান পুলিশ প্রশাসন এই উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করুক।
এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট— রাজ্যে রাজনৈতিক সহিংসতা বরদাস্ত করা হবে না। তিনি প্রশাসনের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।