জলসংকট নিরসনে কলকাতা পুরসভা, জানুয়ারিতেই ধাপার প্রকল্পে যুক্ত হচ্ছে অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন জল

জানুয়ারির মধ্যেই ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিনের জন্য অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন পানীয় জল পরিশোধনের কাজ শুরু হয়ে যাবে। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ধাপা জল প্রকল্প পরিদর্শনের পর এই ঘোষণা করেন। কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
বর্তমানে ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদিত হয়। এই অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন জল চালু হলে তপসিয়া থেকে বাইপাসের ধারে বিভিন্ন এলাকা, যাদবপুর এবং টালিগঞ্জের কিছু অংশের বাসিন্দারা উপকৃত হবেন। মেয়র জানান, এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে।
এছাড়াও, কলকাতা পৌরসভা গড়িয়া ঢালাই ব্রিজের কাছে আরও একটি জল প্রকল্প তৈরি করছে। সেখানে প্রতিদিন অতিরিক্ত ১০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন করা হবে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কলকাতা শহরে পানীয় জলের সমস্যা অনেকটাই কমে যাবে এবং ডিপ টিউবওয়েলের উপর নির্ভরশীলতাও হ্রাস পাবে।
এর আগে মেয়র এই প্রকল্পের কাজের ধীর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে মঙ্গলবার তিনি জানান, কাজের অগ্রগতি এখন অনেকটাই সন্তোষজনক এবং দ্রুততার সঙ্গে কাজ চলছে। পুরো কার্যক্রম পরিদর্শন করার পর তিনি জানান, এই প্রকল্পগুলো কলকাতা শহরের জল সরবরাহের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।