জেলা শাসকের সঙ্গে বৈঠকে শিক্ষকরা, আচমকা ভার্চুয়াল বৈঠকের স্ক্রিনে চলল পর্ন ভিডিও! চক্ষু ছানাবড়া বাকিদের

উত্তর প্রদেশের মহারাজগঞ্জে শিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে এক চরম বিব্রতকর ঘটনা ঘটেছে। জেলাশাসকের উপস্থিতিতে চলা অনলাইন বৈঠকে এক অজ্ঞাতপরিচয় অংশগ্রহণকারী হঠাৎ করে নিজের স্ক্রিন শেয়ার করলে সেখানে একটি পর্ন ভিডিও চলতে শুরু করে। এই ঘটনায় মুহূর্তে হইচই পড়ে যায় এবং পুরো বিষয়টি প্রকাশ্যে আসায় যোগী রাজ্যে তোলপাড় শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গত ৭ই আগস্ট জেলাশাসক সন্তোষ কুমার শর্মা শিক্ষা দপ্তরের আধিকারিক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের নিয়ে এই জুম বৈঠকটি ডেকেছিলেন। স্কুল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সরাসরি সংযোগ স্থাপনের উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।
জানা গিয়েছে, বৈঠকে ‘জ্যাসন জুনিয়র’ নামের এক ব্যক্তি যোগ দিয়েছিলেন, যিনি নিজের স্ক্রিন শেয়ার করে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটান। একইসঙ্গে ‘আর্জুন’ নামের আরেক ব্যক্তিও বৈঠকে যোগ দিয়েছিলেন এবং তিনি অকারণে অশ্রাব্য মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
বেসিক এডুকেশন অফিসার ঋদ্ধি পান্ডে এবং ব্লক এডুকেশন অফিসার সুদমা প্রসাদ এই ঘটনার প্রেক্ষিতে ৯ই আগস্ট কোতোয়ালি থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সদর কোতোয়ালির এসএইচও সত্যেন্দ্র রায় জানিয়েছেন, সাইবার পুলিশের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে এবং জানার চেষ্টা করছে কীভাবে এবং কী উদ্দেশ্যে এই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বৈঠকে প্রবেশ করেছিল। এই ঘটনাটি সরকারি অনলাইন বৈঠকগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।