‘ভুয়ো থানা’ চালানো প্রাক্তন TMC নেতার রয়েছে কলেজ-ওষুধের কারখানা, জেনেনিন কত সম্পত্তি?

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসা নাম, বীরভূমের বিভাস অধিকারী এবার নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন। এই গ্রেফতারির পর তার একের পর এক কুকীর্তি সামনে আসছে, যা দেখে তদন্তকারীরাও হতবাক। একসময় তৃণমূলের প্রভাবশালী নেতা থেকে নিজস্ব রাজনৈতিক দল গঠন, সেই সঙ্গে একাধিক ব্যবসার মালিকানা— বিভাসের জীবন যেন দুর্নীতির এক সম্পূর্ণ চিত্র।

নিয়োগ দুর্নীতি থেকে নিজস্ব দল:

বিভাস অধিকারী একসময় বীরভূমের নলহাটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তার নাম জড়ানোর পর তৃণমূল কংগ্রেস তার থেকে দূরত্ব তৈরি করে। এরপর তিনি তৃণমূল ছেড়ে ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন এবং শেষ পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী দাঁড় করিয়েছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর থেকেই তার নাম সামনে আসে।

প্রভাবশালী ব্যবসায়ী:

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি বিভাস একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। বীরভূমের কৃষ্ণপুর এলাকায় তার একটি আশ্রম রয়েছে। এছাড়াও, সেখানে তার একটি আয়ুর্বেদিক কলেজ, ওষুধ কারখানা, বি.এড, ডি.এড এবং নার্সিং কলেজ রয়েছে। বীরভূমে নিজের বাড়ির পাশাপাশি কলকাতা এবং দিল্লিতেও তার ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। তার এই বিশাল আর্থিক সাম্রাজ্য কীভাবে গড়ে উঠল, তা নিয়ে তদন্ত চলছে।

ভুয়ো থানার কারবার:

নয়ডার সেক্টর ৭০-এ ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন’ লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি ভুয়ো থানা খুলে বসেছিল বিভাস। সেখানে ভুয়ো পরিচয়পত্র এবং নথিপত্র তৈরি করে তোলাবাজি করত। নয়ডা পুলিশের তদন্তে এই চক্রের পর্দাফাঁস হয়।

এরপর তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। নয়ডা পুলিশ জানতে পারে, বিভাস এবং তার ছেলে বেলেঘাটাতেও একটি নকল থানা খুলেছিল। ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড জাস্টিস’ নামে একটি ভুয়ো সংস্থার আড়ালে সেখানেও চলছিল প্রতারণার কারবার। সেই অফিসের দরজায় ‘US ইন্টারপোল’ লেখা স্টিকার লাগানো ছিল। স্থানীয়রা জানিয়েছেন, কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তারক্ষীরা ওই অফিস পাহারা দিত।

বর্তমানে বিভাসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীরা আশা করছেন, তাকে জেরা করে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যক্তি সামনে আসবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ভুয়ো থানার এই ঘটনা বিভাস অধিকারীর বিরুদ্ধে অভিযোগের পরিমাণ আরও বাড়িয়ে তুলেছে।