“হর ঘর তিরঙ্গা” প্রচারে তুঙ্গে জাতীয় পতাকার চাহিদা, খুশি বাংলার কারিগররা! দিনরাত চলছে কাজ

আর মাত্র কয়েকদিন পরই স্বাধীনতা দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের “হর ঘর তিরঙ্গা” অভিযানের কারণে দেশজুড়ে জাতীয় পতাকার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। ফলে হাওড়ার জগাছা উনসানি এলাকার পতাকা তৈরির কারখানাগুলিতে শ্রমিকেরা এখন দিনরাত কাজ করে চলেছেন। নাওয়া-খাওয়া ভুলে তারা সময়মতো মানুষের কাছে পতাকা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

বিভিন্ন ধরনের পতাকার বিপুল চাহিদা
উনসানির কারখানাগুলোতে গত আড়াই মাস ধরে শ্রমিকরা ১৩টি ভিন্ন ভিন্ন আকারের পতাকা তৈরি করছেন। এই পতাকাগুলি ৮/১২ ইঞ্চি থেকে শুরু করে ৪৮/৭২ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মাপের হয় এবং দাম ৫ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। এই কারখানাগুলিতে তৈরি হওয়া পতাকা শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নয়, অসম, ওড়িশা, বিহার এবং দিল্লি থেকেও আসছে বড়সড় অর্ডার।

কলকাতার বড়বাজারের ব্যবসায়ীরাও এখান থেকে পাইকারি দামে পতাকা কিনে নিয়ে যান এবং দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেন। এখানকার একজন কারিগর জানান, “গত আড়াই মাসের বেশি সময় ধরে আমরা প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করছি। একটাই উদ্দেশ্য, যাতে সবাই স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা হাতে পায়।”

দেশাত্মবোধ এবং গর্ব
একটি কারখানার মালিক রাজু হালদার বলেন, “প্রতি বছরের মতো এ বছরও পতাকার চাহিদা খুব বেশি। আমাদের হাতে তৈরি পতাকা পশ্চিমবঙ্গের বাইরেও অনেক রাজ্যে যাচ্ছে।” তিনি আরও বলেন, “জাতীয় পতাকার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। এই কাজ করার সময় মনে হয় দেশের জন্য কিছু করছি। আমরা এই কাজে গর্বিত।”