এক বিমানের গায়ে ধাক্কা আর এক বিমানের! মুহূর্তে অগ্নিকাণ্ড,কালো ধোঁয়ায় ঢেকে গেল সব, ভয়াবহ ভিডিও দেখুন

মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরে একটি বিমানের সঙ্গে অপর একটি বিমানের ধাক্কা লাগার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, একটি সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমান বিমানবন্দরের রানওয়েতে নামার সময় অপর একটি স্থির বিমানের সঙ্গে ধাক্কা খায়। দাঁড়িয়ে থাকা বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না। তবে ছোট বিমানটিতে তিনজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। সৌভাগ্যক্রমে, অগ্নিকাণ্ডের সময় তারা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন।
এনবিসি মন্টানার এক প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাটহেড কাউন্টি শেরিফ ব্রায়ান হেইনো দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে যে, জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যালিস্পেলের অগ্নিনির্বাপক প্রধান জে হ্যাগেন বলেন, সংঘর্ষের ফলে আগুন লাগে এবং কাছাকাছি একটি ঘাসযুক্ত এলাকায় ছড়িয়ে পড়ে।
WATCH: Scott Carpenter sent us this video of the plane crash at the Kalispell City Airport. NBC Montana has a reporter on scene. LATEST: https://t.co/ydTXF8BavJ pic.twitter.com/8u66O2n1RG
— NBC Montana (@NBCMontana) August 11, 2025
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি দক্ষিণ দিক থেকে এসে রানওয়ের শেষে দুর্ঘটনার কবলে পড়ে এবং অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। অনেকে বিকট শব্দ শুনেছেন এবং আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মার্কিন রাজনীতিবিদ রায়ান জিঙ্ক সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার বিষয়ে একটি পোস্ট করে জানান, “ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পর, আমার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। আমরা যতদূর জানি, কেউ আহত হয়নি। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা মোকাবেলায় আমরা স্থানীয় কর্তৃপক্ষ এবং বিমানবন্দরকে যথাসাধ্য সাহায্য করব।”