বিলাওয়ালের যুদ্ধের হুমকি, মানুষের প্রস্রাবের সুনামিতে পাকিস্তানকে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর

সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির যুদ্ধ-হুমকির কড়া জবাব দিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি বাঁধ তৈরি করে ১৪০ কোটি ভারতীয় সেখানে মূত্র ত্যাগ করবে এবং তারপর সেই বাঁধের গেট খুলে দিলে পাকিস্তানে সুনামি হবে।
পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই জানিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু নেই। তাঁরা ভালো মানুষ। তাঁরা যুদ্ধ চান না। তবে সে (বিলাওয়াল ভুট্টো) যদি এমন মন্তব্য করতে থাকে এবং আমাদের মাথা গরম হয়ে যায়, তাহলে আরও একটি ব্রহ্মস উড়ে যাবে সেখানে। আর না হলে আমরা এমন একটি বাঁধ তৈরির কথাও ভেবেছি যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। এর পরে, আমরা বাঁধটি খুলব, এবং একটি সুনামি ঘটবে।”
উল্লেখ্য, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরমাণু হামলার হুমকির একদিন পরেই বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, সিন্ধু নদের জল পাকিস্তানে আসতে বাধা দিলে তা তাদের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার ওপর হামলা হবে।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয় এবং সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন যে এই চুক্তি পুনরায় চালু করা হবে না। এই বিষয়ে বিলাওয়াল বলেন, “নরেন্দ্র মোদী যদি সিন্ধু নদে হামলার ঘোষণা করেন, তাহলে তিনি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আঘাত হানবেন।”
বিলাওয়াল ভুট্টো আরও বলেন যে, সিন্ধু নদ যখনই হুমকির মুখে পড়েছে, তখনই সিন্ধু প্রদেশের জনগণ তা রক্ষায় এগিয়ে এসেছে। তিনি ভারতকে সতর্ক করে বলেন, “যুদ্ধের ক্ষেত্রে মোদীর মোকাবিলা করার শক্তি পাকিস্তানের জনগণের রয়েছে। আরও একটি যুদ্ধ হলে পাকিস্তান তার ছয়টি নদীর সবকটি পুনরুদ্ধার করবে।” এই ধরনের মন্তব্যের জবাবেই মিঠুন চক্রবর্তী কঠোর প্রতিক্রিয়া দিলেন।