বিমানবন্দরে একসঙ্গে ধরা পড়লেন তারকা জুটি, সাদাসিধে পোশাকে আমির-গৌরী!

অভিনেতা আমির খান (Aamir Khan) তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। কিন্তু সম্প্রতি তাঁর নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তিনি গৌরী স্প্র্যাটকে (Gauri Spratt) ডেট করছেন, এই খবর তিনি নিজেই জানিয়েছেন। এমনকি, গৌরীকে তিনি মানসিকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছিলেন। এর পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। এবার বিমানবন্দরে একসঙ্গে ধরা পড়লেন এই তারকা জুটি।
সাদাসিধে পোশাকে বিমানবন্দরে
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে আমির খান এবং গৌরী স্প্র্যাটকে একসঙ্গে দেখা গেছে। গাড়ি থেকে নেমে তারা দুজনেই অত্যন্ত সাদামাটা পোশাকে হেঁটে যাচ্ছিলেন। পাপারাজ্জিরা তাদের একসঙ্গে দেখতে পেয়ে ছবি তোলার জন্য ভিড় করে। যদিও গৌরী এই ধরনের পরিস্থিতিতে খুব একটা স্বচ্ছন্দ নন, তাই তিনি ক্যামেরার ঝলকানি এড়িয়ে চলার চেষ্টা করেন। এই প্রথমবার নয়, এর আগেও একাধিক জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে।