গায়ে ঢাললেন বোতল বোতল কেরোসিন, হাইকোর্টের সামনে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার! কিন্তু কেন?

কলকাতা হাইকোর্টের সামনে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে আদালতের ব্যস্ত চত্বরে দুই মহিলা নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। আদালত চত্বরে কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে এসএসকেএম হাসপাতালে এবং পরে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যান।

জানা গেছে, ওই দুই মহিলা দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া এলাকার বাসিন্দা। তারা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য। ২০১৭ সালে ওই কো-অপারেটিভটি গঠিত হয়েছিল।

মহিলাদের অভিযোগ, ২০২৫ সালে কো-অপারেটিভের নির্বাচনে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও, কো-অপারেটিভ কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি। এর পাশাপাশি তাদের অভিযোগ, এই কো-অপারেটিভ মোটা সুদের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে, কিন্তু এখন সেই টাকা ফেরত দিচ্ছে না। এই অনিয়মের প্রতিবাদ জানাতেই তারা এমন চরম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন।

এক মহিলা সাংবাদিকদের জানান, “নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই দেখলাম, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ। আমরা নমিনেশন করতে পারব না। এসবের জন্য আমরা আর সাফার করতে পারছি না।” বর্তমানে পুলিশ ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো ঘটনার তদন্ত করছে।