বছর ঘুরলেই ভোট, মেদিনীপুরে হদিশ মিলল ভুয়ো ভোটারের! কী বলছে BJP-TMC?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের কালগাং মালিয়াড়া ১৩১ নং বুথে এক ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। রবীন্দ্রনাথ অধিকারী নামের ওই ব্যক্তির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেছে যে এই নামে ওই এলাকায় কোনো ভোটার নেই। তৃণমূলও স্বীকার করেছে যে ওই নামটি ভুয়ো ভোটারের।
কেন এই অভিযোগ?
মেদিনীপুর সদর বিধানসভার কালগাং মালিয়াড়া ১৩১ নং বুথে মোট ভোটার সংখ্যা ১২১৯। রবীন্দ্রনাথ অধিকারী নামের যে ব্যক্তির ভোটার কার্ডে বাড়ির নম্বর ২১৮ ও ক্রমিক সংখ্যা ২৯ রয়েছে, সেই একই বাড়িতে রবীন্দ্রনাথ মাহালি নামের আরেকজনের ভোটার কার্ডও রয়েছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রবীন্দ্রনাথ অধিকারী নামে ওই এলাকায় কোনো ব্যক্তি নেই। এই একই কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। তিনি এই ভুয়ো ভোটার থাকার দায় বিএলও-র ওপর চাপিয়েছেন। অন্যদিকে, ওই বুথের পূর্বতন বিএলও সুদর্শন পাঁজা তার ভুল স্বীকার করে নিয়েছেন। রবীন্দ্রনাথ মাহালির পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে এই নামে কোনো ব্যক্তি তাদের বাড়িতে থাকেন না।
ভুয়ো ভোটারের এই ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিজেপি এবং তৃণমূল উভয়ই এই ঘটনা নিয়ে একে অপরের দিকে দোষারোপ করছে।