নবান্ন অভিযানে’ আহত অভয়ার মা! ‘আমার স্ত্রীর মৃত্যু হতে পারত’- থানায় অভিযোগ বাবার

কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হওয়ার পরও এক বছর আগে খুন হওয়া ডাক্তার অভয়ার (নাম পরিবর্তিত) পরিবারের জন্য ন্যায়বিচারের দাবি এখনও অব্যাহত। অভয়ার মা-বাবার ডাকে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত ‘নবান্ন অভিযানে’ পুলিশি হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় আহত হয়েছেন অভয়ার মা। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তাঁর বাবা শেক্সপিয়র সরণি থানায় ই-মেলের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
অভয়ার বাবা ই-মেলে অভিযোগ করেছেন যে, ‘কিড স্ট্রিট-জওহরলাল নেহরু রোড ক্রসিংয়ে’ পুলিশ তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে সরানোর চেষ্টা করে। এই ধস্তাধস্তির সময় অভয়ার মায়ের ডান হাতের শাখা ভেঙে যায় এবং পুলিশ তাঁকে লাঠি দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে। তিনি অভিযোগ করেন যে এটি একটি ‘ইচ্ছাকৃত ও পূর্ব পরিকল্পিত হামলা’ এবং এর ফলে তাঁর স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারতো। তিনি অবিলম্বে পুলিশের বিরুদ্ধে FIR করার দাবি জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ
আহত অবস্থায় অভয়ার মাকে ই-এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি নেয়নি বলে অভিযোগ করেছেন তাঁর বাবা। তিনি দাবি করেছেন, “সরকারের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ অভয়ার মাকে ভর্তি নেয়নি।” যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বর্তমানে অভয়ার মা ওই হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন।
কুণাল ঘোষের আক্রমণ
এদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনা নিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অভয়ার বাবার বিরুদ্ধে মিথ্যাচার এবং নাটক করার অভিযোগ তুলেছেন। তিনি লিখেছেন, “কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে।” তিনি আরও বলেন, বিজেপি সিবিআইকে নিয়ন্ত্রণ করে এবং তাঁর নাম জড়িয়ে করা অপপ্রচার হলো একটি ‘ঠান্ডা মাথার অপরাধ’।