মুম্বইয়ের পর এবার দিল্লিতে খুলল টেসলার শোরুম, জেনেনিন কোন মডেলের গাড়ি রয়েছে?

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পর এবার রাজনৈতিক রাজধানী নয়াদিল্লিতেও নিজেদের উপস্থিতি জানান দিল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা। দিল্লির এরোসিটিতে উদ্বোধন করা হয়েছে টেসলার দ্বিতীয় শোরুম। এর আগে গত জুলাই মাসে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতে তাদের প্রথম শোরুম খুলেছিল ইলন মাস্কের এই সংস্থা।

নয়াদিল্লির শোরুমে টেসলার জনপ্রিয় মডেল ‘মডেল ওয়াই’-এর ইলেকট্রিক ভেহিক্যাল (EV) প্রদর্শন করা হয়েছে, যা মুম্বাইয়ের শোরুমের উদ্বোধনের সময়ও দেখা গিয়েছিল। মডেল ওয়াইয়ের রিয়ার হুইল ড্রাইভ সংস্করণে দুটি ভিন্ন ব্যাটারির বিকল্প রয়েছে— ৬০ kWh এবং ৭৫ kWh। ৬০ kWh ব্যাটারির গাড়ি একবার চার্জ দিলে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে, অন্যদিকে ৭৫ kWh ব্যাটারির গাড়ি চলবে প্রায় ৬২২ কিলোমিটার পর্যন্ত। এই গাড়িগুলোর দাম শুরু হচ্ছে ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে।

ভারতে টেসলার পথচলা খুব সহজ ছিল না। গত বছর থেকে একাধিকবার শোরুম লঞ্চের পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল। তবে এই বছর থেকে কোম্পানি ভারতে তাদের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। একসময় শোনা গিয়েছিল যে, টেসলা ভারতে তাদের কারখানা স্থাপন করবে এবং এ নিয়ে বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে আলোচনাও শুরু হয়েছিল। যদিও পরে একজন কেন্দ্রীয় মন্ত্রী এই সম্ভাবনা নাকচ করে দেন। এরপরেই সিদ্ধান্ত হয় যে, টেসলা বিদেশে তৈরি করা তাদের গাড়ি ভারতে আমদানি করে বিক্রি করবে। এই লক্ষ্যেই মাত্র এক মাসের ব্যবধানে মুম্বাই ও দিল্লিতে দুটি শোরুম খোলা হয়েছে।

দিল্লিতে টেসলার শোরুম খোলার ফলে দেশের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। পরিবেশ সচেতনতা এবং জ্বালানি খরচের কারণে ভারতে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। টেসলার মতো একটি বিশ্বমানের ব্র্যান্ডের আগমনে ভারতীয় গ্রাহকরা আরও উন্নত প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করা যায়।