নিজের চালেই ঘোর ফ্যাসাদে BJP? বিহারের উপ-মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছল নির্বাচন কমিশনের নোটিশ!

বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR) বিতর্ক নিয়ে উত্তেজনার মধ্যেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা দুটি ভোটার কার্ড থাকার অভিযোগে বড় বিপাকে পড়েছেন। নির্বাচন কমিশন তাঁকে নোটিস জারি করে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
সম্প্রতি বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলি তীব্র আপত্তি জানিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিহারে এনআরসি চলছে। এই বিতর্কের মধ্যেই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব দাবি করেছিলেন যে তাঁর নাম সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তখন নির্বাচন কমিশন পাল্টা প্রমাণ দিয়ে জানায়, তেজস্বীর দুটি ভিন্ন ভোটার কার্ড রয়েছে।
এবার বর্তমান উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। রবিবার তেজস্বী যাদব অভিযোগ করেন, বিজয় কুমার সিনহারও দুটি ভোটার কার্ড রয়েছে এবং তাঁর নাম দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্রে নথিভুক্ত। তেজস্বীর দাবি অনুযায়ী, উপ-মুখ্যমন্ত্রীর নাম লক্ষ্মীসরাই এবং বাঁকিপুর, উভয় বিধানসভা কেন্দ্রেই রয়েছে। এই অভিযোগ তুলে তিনি এসআইআর-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
তেজস্বীর অভিযোগের পর বিজয় কুমার সিনহা দ্রুত তার জবাব দেন। তিনি বলেন, “আমি এক জায়গা থেকেই ভোট দিই। গতবারও তাই করেছিলাম।” তিনি জানান যে তিনি এবং তাঁর পরিবারের নাম আগে বাঁকিপুর আসনে ছিল, কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি লক্ষ্মীসরাইতে নাম স্থানান্তরের আবেদন জানান। তবে কোনো কারণে বাঁকিপুর থেকে তাঁর নাম বাদ যায়নি। বিজয় কুমার সিনহা তেজস্বীকে “জঙ্গলরাজের রাজপুত্র” আখ্যা দিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ করেন এবং তাঁকে ক্ষমা চাইতে বলেন।
তবে, এই বিষয়ে নির্বাচন কমিশনের নজরে আসতেই তারা উপ-মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠিয়েছে। পিটিআই সংবাদ সংস্থার কাছে একজন কমিশন আধিকারিক জানিয়েছেন, কেন তাঁর দুটি ভোটার কার্ড রয়েছে, তার জবাব চাওয়া হয়েছে। এই ঘটনা বিহারের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং নির্বাচনের আগে এই বিতর্ক নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।