মুখ্যমন্ত্রীর সফরের পরই ঘাটালে শুভেন্দু, তৃণমূল ও দেবকে তীব্র আক্রমণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল সফরের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটাল পরিদর্শন করলেন। বৃহস্পতিবার ঘাটালে এক জনসভায় তিনি শাসকদল তৃণমূল কংগ্রেস এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে (দেব) তীব্র ভাষায় আক্রমণ করেন। শুভেন্দুর এই সফরকে কেন্দ্র করে ঘাটালের রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে।
জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী এখানে এসে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। তৃণমূল সরকার গত দশ বছরে এই প্রকল্পের জন্য কোনো কাজ করেনি।” তিনি আরও বলেন, “বন্যা হলে তৃণমূলের নেতারা ত্রাণ নিয়ে দুর্নীতি করে। মানুষ যখন জলের তলায়, তখন তারা দুর্নীতিতে ব্যস্ত থাকে।”
ঘাটালের সাংসদ দেবকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ঘাটালের সাংসদকে শুধু সিনেমার পর্দায় দেখা যায়। এখানকার মানুষের দুঃখ-দুর্দশার সময় তাঁকে খুঁজে পাওয়া যায় না। তিনি ঘাটালে আসেন শুধু ভোটের আগে।” তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী এবং সাংসদ কেউই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আন্তরিক নন। এই আক্রমণ আগামী দিনে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে।