দিনহাটায় বিজেপি নেত্রীর বাড়িতে হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

কোচবিহারের দিনহাটায় প্রকাশ্যে এক বিজেপি মহিলা নেত্রীসহ চার বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় এক গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার দায় তৃণমূল কংগ্রেসের দিকে তুলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।
দিনহাটার নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। বিজেপির পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মণ, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মণ, এবং দুই বিজেপি কর্মী জিতেন্দ্র নাথ বর্মণ ও তরনী কান্ত বর্মণের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
হামলার শিকার বিজেপি পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মণ বলেন, “আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মদনমোহন বর্মণের নেতৃত্বে একদল দুষ্কৃতী আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। বাড়িতে থাকা আমার বৃদ্ধা মা এবং ভাইয়ের স্ত্রীকে মারধর করে এবং অবাধে লুটপাট চালায়।” যুথিকা আরও জানান যে, দু’মাস আগে হাইকোর্ট তাঁকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছিল, তার পরেও এই ধরনের ঘটনা ঘটেছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নাজিরহাট ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদনমোহন বর্মণ। তিনি বলেন, “আজ সকালে যখন এই ভাঙচুরের ঘটনা ঘটে, তখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বই নাজিরহাটে ছিলেন না। আমরা সকলেই সাহেবগঞ্জে ব্লক সভাপতির বাড়িতে দলীয় কাজে উপস্থিত ছিলাম।” তিনি আরও বলেন, “কে বা কারা এই ভাঙচুর করেছে, আমার জানা নেই।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।