আইফোন ১৭-এর নতুন মডেল এয়ারে যা থাকছে, দেখেনিন এক নজরে

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য বজায় রেখে অ্যাপল এবার আইফোন ১৭ সিরিজ নিয়ে আসছে বলে শোনা যাচ্ছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুসারে, অ্যাপল আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই নতুন মডেলগুলো বাজারে আনতে পারে। তবে লঞ্চের আগেই ফাঁস হয়েছে আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য দাম এবং ফিচার। এই সিরিজে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের পাশাপাশি একটি নতুন মডেল যুক্ত হতে চলেছে— যার নাম হতে পারে ‘আইফোন ১৭ এয়ার’ বা ‘স্লিম’।
অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন:
নতুন এই ‘এয়ার’ মডেলটি অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে বলে জানা গেছে। এটি সাধারণ আইফোন মডেলের তুলনায় অন্তত ২ মিমি পাতলা হবে এবং এর পুরুত্ব হতে পারে মাত্র ৫.৫ মিমি। এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন ছিল আইফোন ৬। নতুন এই মডেলটি তাকেও ছাড়িয়ে যাবে। এমনকি এটি স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজ-এর থেকেও পাতলা হবে বলে গুজব রয়েছে।
আইফোন ১৭ এয়ার-এর সম্ভাব্য ফিচার:
- ব্যাটারি: এই পাতলা ফোনটিতে ব্যাটারির আকার ছোট হতে পারে। টিপস্টারদের দাবি অনুযায়ী, আইফোন ১৭ এয়ারে ৩,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা বর্তমান মডেলগুলোর তুলনায় ছোট। তবে অ্যাপল ব্যাটারির ক্ষমতা বাড়ানোর জন্য উচ্চ-ঘনত্বের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করতে পারে। এমনকি, ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য সিলিকন-অ্যানোড ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
- ডিসপ্লে এবং প্রসেসর: আইফোন ১৭ এয়ারে ৬.৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। এতে ‘এ১৯ বায়োনিক চিপ’ প্রসেসর এবং ৮ জিবি র্যাম দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ক্যামেরার ক্ষেত্রেও থাকছে চমক। এতে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ফ্রন্টে ২৪ মেগাপিক্সেলের ‘ট্রু ডেপথ’ লেন্স থাকতে পারে।
- অ্যাপল ইন্টেলিজেন্স: নতুন আইফোন ১৭ এয়ারে অ্যাপল ইন্টেলিজেন্সের একাধিক অত্যাধুনিক ফিচারও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।
‘এয়ার’ ব্র্যান্ডটি অ্যাপল সাধারণত তাদের ম্যাকবুক সিরিজের জন্য ব্যবহার করে। ২০০৮ সালে প্রথম ‘ম্যাকবুক এয়ার’ বাজারে এসেছিল। এবার সেই ব্র্যান্ডের স্মার্টফোন আসা নিয়ে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।