পুত্রবধূর বিরুদ্ধে ভয়ানক অভিযোগ শ্বশুরমশাইয়ের! সুরাতে একি কাণ্ড? হোটেল রুম থেকে গ্রেফতার বৌমা

গুজরাতের সুরাতে ‘ফ্রেন্ডশিপ ডে’ উদযাপনের সময় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হোটেলের ঘরে বন্ধুদের নিয়ে পার্টি করছিলেন এক পুত্রবধূ, সেই খবর পুলিশকে দেন তার শ্বশুর। এরপর পুলিশ ওই হোটেলে হানা দিয়ে দুই তরুণীসহ মোট ছয়জনকে গ্রেফতার করে। গুজরাতে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায়, এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, উইকএন্ড ডেস্টিনেশন হোটেলের ৪৪৩ নম্বর ঘরে ওই তরুণী বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। এই খবর পেয়েই তার শ্বশুর সুরাত পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন। তিনি পুলিশকে জানান, তার পুত্রবধূ বন্ধুদের নিয়ে মদ্যপান করছেন।
খবর পেয়ে দুমাস থানার পুলিশ দ্রুত হোটেলে পৌঁছে নির্দিষ্ট ঘরে অভিযান চালায়। সেখানে পুলিশ মদের বোতল এবং গ্লাস উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ছয়জনই অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। গ্রেফতার হওয়া দুই তরুণী পেশায় শিল্পী এবং তাঁদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁদের সঙ্গে থাকা চারজন পুরুষ পেশায় ব্যবসায়ী।
পুলিশ ধৃতদের হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করায়, যেখানে প্রত্যেকের রক্তে মদের উপস্থিতি প্রমাণিত হয়।
পুলিশ আরও জানায়, ওই তরুণীর সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, পুত্রবধূকে ‘শিক্ষা’ দিতেই শ্বশুরমশাই এই পদক্ষেপ নিয়েছেন। তিনি নিজের পুত্রবধূর পিছু নিয়েই পার্টির খবর জানতে পারেন এবং এর পরই পুলিশকে ফোন করে দেন। এই ঘটনাটি সুরাতের মতো একটি শহরে, যেখানে মদ্যপান নিষিদ্ধ, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।