সকাল-সকাল কীসের উত্তেজনা শহরে? ভ্যান-রিকশা থেকে উদ্ধার মৃতদেহ…, চাঞ্চল্য চাঁদনি চক এলাকায়!

বুধবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি ভ্যান-রিকশা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বউবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, মৃত ব্যক্তি ওই ভ্যানটির চালক এবং তাঁর মৃত্যু সম্ভবত অসুস্থতাজনিত কারণে হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে স্থানীয়রা ভ্যান-রিকশায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিচয় এখনো জানা যায়নি, তবে তাঁর পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ভ্যানের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

রিজেন্ট পার্কে এনআরসি আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

অন্যদিকে, এই ঘটনার মাত্র দু’দিন আগেই দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম দিলীপ কুমার সাহা (৬৮)। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, তিনি গত এক সপ্তাহ ধরে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) সংক্রান্ত আতঙ্কে ভুগছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। দিলীপ সাহা রিজেন্ট পার্কের আনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা ছিলেন এবং ঢাকুরিয়ার একটি স্কুলে কর্মচারী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।