দিতিপ্রিয়ার সঙ্গে WhatsApp-এ কী কথা জিতুর? চ্যাট ফাঁস হতেই শুরু নতুন বিতর্ক

টলিউডের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যেকার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। সোমবার থেকে দিতিপ্রিয়ার পক্ষ থেকে সহ-অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়, যার মধ্যে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগও ছিল। এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়া এবং টলিউড পাড়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। তবে এবার নিজের সম্মান রক্ষার্থে জিতু কমল দিতিপ্রিয়ার সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জিতু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক স্ক্রিনশট এবং একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন। সেখানে দেখা যায়, দিতিপ্রিয়া এবং জিতুর মধ্যেকার কথোপকথন বেশ স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ ছিল। তাদের হালকা ঠাট্টা-তামাশা, এআই দিয়ে তৈরি ভাইরাল কিসিং ছবি নিয়ে আলোচনা, এমনকি দিতিপ্রিয়া প্রেগন্যান্ট কিনা সেই বিষয়েও কথাবার্তা হয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, সেই সময় দিতিপ্রিয়া এই ধরনের কোনো কথোপকথনে আপত্তি জানাননি, বরং তিনিও বিষয়গুলোকে হালকাভাবেই নিয়েছিলেন। হঠাৎ করে সোমবার তার পক্ষ থেকে জিতুর বিরুদ্ধে অভিযোগ তোলার পর থেকেই এই সমস্যার সূত্রপাত।
জিতু কমল তার পোস্টে লেখেন, “নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনরকম মতামত দিই না। কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয়। এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা।” তিনি আরও বলেন, “একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে, সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর।” জিতু জানান, তিনি দিতিপ্রিয়ার সঙ্গে সাধারণত সরাসরি কথা বলেন না, কাজের বাইরে অপ্রাসঙ্গিক আলোচনাও তার পছন্দ নয়। তাদের সব কথা হোয়াটসঅ্যাপেই হয়। জিতু বলেন, তিনি সব চ্যাট প্রকাশ্যে আনলেন, যাতে সবাই বিচার করতে পারে।
তিনি দিতিপ্রিয়ার ফোন নম্বর গোপন রেখে সব স্ক্রিনশট শেয়ার করেন এবং বলেন যে, এই মেয়েটি নিরপরাধ এবং তাকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। জিতু পরোক্ষভাবে দিতিপ্রিয়ার প্রেমিককে উদ্দেশ্য করে বলেন যে, দিতিপ্রিয়া তার জন্য জীবন দিতে পারেন, তাই তার যত্ন নেওয়া উচিত। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনরা এই ঘটনার সত্যতা নিয়ে নানা মতামত প্রকাশ করছেন।