দুর্যোগের কালো মেঘ উত্তরে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? রইল আপডেট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ, বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও বিশেষত হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ সব দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আটটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে। এছাড়া, দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে এই ঝড়-বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।