সৌরভের ফের CAB সভাপতি হওয়া সময়ের অপেক্ষা? শুরু হয়েছে জোর জল্পনা

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও ক্রিকেট প্রশাসনে ফিরতে চলেছেন। মঙ্গলবার রাতে ইডেনে তিনি নিজেই এই খবর জানিয়েছেন যে, তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি পদে লড়াই করবেন। ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে, সৌরভের এই পদে ফেরা নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক ও ক্রিকেট মহল।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হন। এরপর ২০২২ সালে তিনি বিসিসিআই সভাপতির পদ থেকে সরে আসেন। তার পদত্যাগের পর থেকেই জল্পনা চলছিল যে, সৌরভ কি আবার ক্রিকেট প্রশাসনে ফিরবেন? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন।
বর্তমানে সিএবি সভাপতির দায়িত্বে রয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তার কার্যকাল শেষ হতে চলেছে। তাই নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় যেহেতু এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন, তাই মনে করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নাও দাঁড়াতে পারে। ফলে ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
সিএবি সভাপতি হিসেবে সৌরভের পূর্ববর্তী কার্যকাল অত্যন্ত সফল ছিল। তার আমলে বাংলার ক্রিকেটে পেশাদারিত্বের ছোঁয়া লাগে। তিনি কোচিং-ব্যবস্থা এবং খেলোয়াড় উন্নয়ন কর্মসূচির উপর জোর দেন, যার ফলে বেঙ্গল রঞ্জি ট্রফিতে ভালো ফল করে। বিসিসিআই সভাপতি হিসেবেও তার অবদান অনস্বীকার্য। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রতিষ্ঠা করে তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে আরও শক্তিশালী ভিতের ওপর দাঁড় করিয়েছেন। এবার আবার সিএবি-র দায়িত্ব নিয়ে তিনি বাংলার ক্রিকেটে নতুন কী পরিবর্তন আনেন, সেদিকেই তাকিয়ে আছে রাজ্য ক্রীড়া মহল।