সোদপুরে দুষ্কৃতীদের তাণ্ডব ও মদ-জুয়ার আসর! প্রতিবাদ করতেই যা করল…? আতঙ্কে এলাকাবাসীরা

রাত হলেই বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ সোদপুর মহেন্দ্রনগর এলাকার বাসিন্দারা। জুয়া ও মদ্যপানের আসর থেকে মহিলাদের প্রতি কটূক্তি এবং অশালীন গালিগালাজ ছিল নিত্যদিনের ঘটনা। এর প্রতিবাদ করায় এবার দুষ্কৃতীরা এক পরিবারের বাড়ি ভাঙচুর করে এবং আলমারি ভেঙে নগদ টাকা ও গয়না লুঠ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহেন্দ্রনগর অঞ্চলে বহিরাগত দুষ্কৃতীরা রাতে জুয়া ও মদ্যপানের আসর বসাত। এর ফলে এলাকার মহিলারা ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পেতেন। সম্প্রতি এলাকার কিছু বাসিন্দা এর প্রতিবাদ করেন। আর এর জেরেই দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
অভিযোগ, প্রতিবাদকারীদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও মূল্যবান গয়নাও লুঠ করা হয়েছে। এই হামলার পর থেকে এলাকার মানুষ আরও বেশি আতঙ্কিত।
স্থানীয় কাউন্সিলার স্বপন কুণ্ডু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, এই ধরনের অসামাজিক কার্যকলাপ নিয়ে ঘোলা থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে এলাকাবাসী রাতের অন্ধকারে ওই অঞ্চল দিয়ে যাতায়াত করতেও ভয় পাচ্ছেন। অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।