OMG! জুতোর সুখতলায় লুকোনো সোনার বিস্কুট, BSF এর হাতে গ্রেফতার ২ পাচারকারী

বিপুল পরিমাণ সোনা পাচারের ছক বানচাল করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। নদিয়ার বিজয়মঠ এলাকা থেকে ২ জন পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ জওয়ানরা। তাদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সোনাগুলো জুতোয় বিশেষভাবে তৈরি সোল বা সুখতলার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বিজয়মঠ এলাকায় ফাঁদ পাতে। মঙ্গলবার রাতে ওই দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছে সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও, জুতোর ভেতর লুকিয়ে রাখা সোনাগুলো উদ্ধার হয়। জানা গিয়েছে, প্রতিটি জুতোর সোলের ভেতরে কয়েকটি করে সোনার বিস্কিট লুকানো ছিল, যা দেখে তা বোঝার কোনো উপায় ছিল না।
বাজেয়াপ্ত হওয়া সোনার মোট ওজন প্রায় ১ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। গ্রেফতার হওয়া পাচারকারীদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাংলাদেশ থেকে এই সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিল। এই সোনাগুলো কোথায় যাচ্ছিল এবং এর পেছনে কোনো বড় পাচার চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে বিএসএফ। ধৃতদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় সোনা পাচারের নতুন কৌশল আবারও সামনে এলো।