“আগামী বছর ফেব্রুয়ারি মাসে….?”-বড় ঘোষণা করলেন বাংলাদেশের ইউনূস, BNP-র চাপে?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ খবরটি জানান। বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এই খবর নিশ্চিত করেছে।
দীর্ঘ ১৫ বছর ধরে নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই নির্বাচন সেই বকেয়া অধিকার ফিরিয়ে আনার একটি সুযোগ বলে ইউনূস তার ভাষণে উল্লেখ করেন। তিনি বলেন, “এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান… আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।”
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বিএনপি দীর্ঘদিন ধরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দলের নেতা আদীব বলেছেন, তাদের দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ইউনূস আরও আশ্বাস দিয়েছেন যে নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, “দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে ১৫ বছর ধরে নাগরিকেরা ভোট দিতে পারেননি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহাআনন্দে ভোট দিতে চাই।”
উল্লেখ্য, গত বছর জুলাই মাসের গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেই থেকে তিনি ভারতেই রয়েছেন। সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।