AI Chat Bot-তৈরিতে কাজ করছে অ্যাপল? ব্যবহারকারীদের খুব শিগ্রই মিলবে সুখবর

‘চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে’ সরল বা সহজ সংস্করণের এক এআই চ্যাটবট তৈরিতে কাজ করছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।

এআইচালিত চ্যাটবটের প্রতিযোগিতামূলক বাজারে অ্যাপল অনেক পিছিয়ে পড়লেও তাদের কাছে চ্যাটবট তৈরির নিজস্ব কোনো পরিকল্পনা রয়েছে, যা কোম্পানির ‘সবার আগে না হলেও সেরা’ নীতির সঙ্গে মেলে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ বছরের শুরুর দিকে ‘অ্যানসার্স, নলেজ অ্যান্ড ইনফরমেশন’ নামে একটি দল গঠন করেছে অ্যাপল। এ দলের কাজ হচ্ছে চ্যাটজিপিটির সহজ সংস্করণের মতো প্রতিযোগী এক চ্যাটবট তৈরি করা।

এ নতুন দল গঠন অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আগের অবস্থান থেকে বড় এক পরিবর্তনের ইঙ্গিত। কারণ, ২০২৪ সালে নিজস্ব এআই চ্যাটবট না বানিয়ে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব করে নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’তে চ্যাটজিপিটি যোগ করেছিল অ্যাপল।

তবে এখন ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, অ্যাপলের এ নতুন দলটি নিজস্ব এআই সেবা তৈরি করছে, যেটি ব্যবহারকারীদের চ্যাটজিপিটির মতো নতুন ধরনের ওয়েব সার্চ অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে ওয়েবে সার্চ করে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর খুঁজে দেবে এআই বটটি।

এসব নতুন ফিচার আলাদা একটি অ্যাপ হিসেবেও আসতে পারে আবার সিরি, স্পটলাইট ও সাফারি’র মধ্যেও এআই ফিচার হিসেবে যোগ হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ।

এ দলের নেতৃত্বে রয়েছেন রবি ওয়াকার। নতুন দলটিতে যোগ দেওয়ার আগে সিরি প্রকল্প দেখভাল করতেন তিনি। বর্তমানে দলটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিচ্ছে, যেখানে সার্চ অ্যালগরিদম ও সার্চ ইঞ্জিন উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা চাচ্ছে মার্কিন এই কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।

‘অ্যানসার্স, নলেজ অ্যান্ড ইনফরমেশন’ দলের বাইরেও এআই নিয়ে অগ্রগতিতে কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। এ বছরের শুরুতে কোম্পানিটি বলেছে, নতুন ও উন্নত সিরি’র প্রকাশ পিছিয়ে দিচ্ছে তারা এবং ‘আগামী বছরের মধ্যে’ চালু হবে এটি।

তবে অ্যাপল বুঝতে পেরেছে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রোগ্রামের উন্নতি দ্রুত করতে হবে।

সম্প্রতি তৃতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদনে অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, নিজেদের এআই পরিকল্পনা আরও দ্রুত বাস্তবায়ন করতে প্রয়োজনে অন্যান্য কোম্পানি অধিগ্রহণ করতেও প্রস্তুত তারা।