চিকিৎসক ঘাটতি মোকাবিলায় স্বাস্থ্য ভবনের উদ্যোগ, ৬২২ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের নির্দেশ

রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে চিকিৎসক ঘাটতি এবং কর্মরত চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের চাপ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক অবশেষে অবসানের পথে। আরজি কর সহ বিভিন্ন হাসপাতালের আন্দোলন মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে শূন্যপদে নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে এবার শূন্যপদে চিকিৎসক নিয়োগে উদ্যোগী হলো স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্য দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে ৬২২টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য স্বাস্থ্য নিয়োগ বোর্ডকে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, পুরো নিয়োগ প্রক্রিয়াটি ‘ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিস’-এর অধীনেই সারতে হবে এবং সেই মোতাবেক পদক্ষেপ করার জন্য স্বাস্থ্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসক ঘাটতি একটি বড় সমস্যা, যার ফলে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা পেতে প্রায়শই বেগ পেতে হয়। এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে একদিকে যেমন চিকিৎসা পরিষেবা উন্নত হবে, তেমনই অন্যদিকে চিকিৎসকদের ওপর থেকে বাড়তি কাজের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

কিছুদিন আগেই রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় রাজনৈতিক ও নাগরিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্যের যুব সমাজের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এমতাবস্থায় চিকিৎসক নিয়োগ শুরু হলে তা যে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক খবর, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, স্বাস্থ্য বোর্ড থেকে কবে বিশদে পাকাপাকিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এই নিয়োগ প্রক্রিয়া কবে বাস্তবে রূপ নেয়।