দুই ছাত্রীকে সাইকেলের চেন দিয়ে মেরে পালাল এক দুষ্কৃতী, ঘটনায় উত্তেজনার সৃষ্টি এলাকায়

শুক্রবার সকালে ফের ছাত্রী হেনস্থার ঘটনায় উদ্বিগ্ন শীতলকুচি এলাকার বাসিন্দারা। এবার বড় গদাইখোঁড়া ভিএম হাইস্কুলের দুই ছাত্রী এই হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আক্রারহাট পঞ্চারহাট সড়কে এক অজ্ঞাতপরিচয় তরুণ সাইকেলের চেন দিয়ে তাদের মারধর করে পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা দ্রুত অভিযুক্তের খোঁজ শুরু করেন।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আক্রারহাট বাজারের একটি দোকানের সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। জানা গেছে, অভিযুক্তের বাড়ি শীতলকুচি ব্লকেরই একটি গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুই ছাত্রী ওই এলাকায় টিউশনে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথেই লাল রঙের একটি বাইকে করে আসা এক তরুণ তাদের ওপর হামলা চালায়। তবে হামলাকারী তরুণকে চিনতে পারেনি ওই দুই ছাত্রী। বাড়িতে ফিরে তারা অভিভাবকদের বিষয়টি জানায়। ছাত্রীদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এক ছাত্রীর অভিভাবক জানান, তারা মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছেন এবং দ্রুত লিখিত অভিযোগ দায়ের করবেন। এদিকে, শীতলকুচি থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত তরুণ পলাতক। পুলিশ অভিযুক্ত তরুণের বাবাকে আটক করে থানায় নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, লিখিত অভিযোগ পেলে এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনায় এলাকার ছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।