PMAY যোজনায় শহরে বাড়ি তৈরির সংখ্যা কত? সংসদে প্রশ্ন তুললেন অভিষেক ব্যানার্জি

‘সবাইকে পাকা ছাদ’ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৫ সালের ২৫শে জুন শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা – আর্বান (PMAY-U)। পরে নীতিগত পরিবর্তনে ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয় PMAY-U 2.0। এই প্রকল্পের কাজ নিয়েই লোকসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের (MoHUA) প্রতিমন্ত্রী তোখান সাহুর লিখিত জবাব পাওয়ার পর তৃণমূল প্রশ্ন তুলেছে, এত সংখ্যক বাড়ি তৈরি হওয়ার পরও কেন রাজ্যের ন্যায্য পাওনা আটকে রাখা হয়েছে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এবং মন্ত্রকের জবাব:
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন, PMAY-U প্রকল্পের অধীনে কতগুলি বাড়ি তৈরি হয়েছে, তার মধ্যে কতগুলি বাড়িতে এখনও বসবাস শুরু হয়নি, এবং এর কারণ কী। এছাড়াও, বাড়ি বিলি-বণ্টনে সমস্যা হলে কোনো সমীক্ষা বা অডিট করা হয়েছে কিনা, তাও তিনি জানতে চেয়েছিলেন।
প্রতিমন্ত্রী তোখান সাহু তাঁর জবাবে জানান যে, PMAY-U প্রকল্পের মূল দায়িত্ব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপর। উপভোক্তা নির্বাচন, সুবিধা প্রদান, বাড়ি তৈরি এবং বিলি-বণ্টনের সম্পূর্ণ কাজ রাজ্য সরকারগুলোই করে থাকে। তবে, কেন্দ্রীয় সরকার প্রকল্পের প্রতিটি পর্যায়ে জিও-ট্যাগিংয়ের মাধ্যমে কড়া নজরদারি রাখে। নির্মাণকাজের মান যাচাই করার জন্য থার্ড পার্টি কোয়ালিটি মনিটরিং এবং স্বাধীন এজেন্সির মাধ্যমে সোশ্যাল অডিটও বাধ্যতামূলক।
কত বাড়ি তৈরি হয়েছে সারা দেশে ও বাংলায়?
কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জুন থেকে চলতি বছরের ১৪ই জুলাই পর্যন্ত সারা দেশে (PMAY-U 2.0 সহ) ১১৯.২৬ লক্ষ বাড়ি অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১১২.৮১ লক্ষ বাড়ির কাজ শুরু হয়েছে এবং ৯৩.৬১ লক্ষ বাড়ি তৈরি হয়ে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বা বসবাস শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, একই সময়ে এই প্রকল্পের অধীনে ৬,১৫,১০৫টি বাড়ির অনুমোদন মিলেছে। ৬,০৫,৯৭১টি বাড়ির কাজ শুরু হয়েছে এবং ৪,৬৫,৫৬১টি বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ৪,৬৪,৮৮১টি বাড়িতে উপভোক্তারা বসবাস শুরু করেছেন।
অন্যান্য রাজ্যের চিত্র:
মন্ত্রী তার জবাবে কয়েকটি রাজ্যের বিস্তারিত চিত্রও তুলে ধরেছেন:
উত্তরপ্রদেশ: ১৯,৭৫,০৩৫টি বাড়ি অনুমোদিত, ১৭,০২,৩১৭টি সম্পূর্ণ।
রাজস্থান: ৩,৩৩,৮১৫টি বাড়ি অনুমোদিত, ২,৩৪,৬৯৮টি সম্পূর্ণ।
গুজরাট: ৯,৯৩,৮৭৭টি বাড়ি অনুমোদিত, ৯,৪১,৪১৯টি সম্পূর্ণ।
কেরালা: ১,৬১,৯৫৭টি বাড়ি অনুমোদিত, ১,৩৪,১২৭টি সম্পূর্ণ।
তৃণমূলের প্রশ্ন: প্রাপ্য বঞ্চনা কেন?
গ্রামীণ আবাস যোজনার প্রাপ্য নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের অভ্যন্তরে বিক্ষোভ থেকে শুরু করে দিল্লিতে গিয়েও একাধিকবার এই বিষয়ে সরব হয়েছে শাসক দল। এবার নগর আবাস যোজনা (PMAY-U) নিয়েও একই অভিযোগ তুলছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, PMAY-U প্রকল্পের কাজের নিরিখে পশ্চিমবঙ্গ যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে। এর পরেও কেন কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ মিলবে না, সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে। তৃণমূলের অভিযোগ, কাজের ভালো পারফরম্যান্স সত্ত্বেও রাজনৈতিক কারণে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে।