শুল্কের সময়সীমা ফের বাড়ালেন ট্রাম্প! ৯২টি দেশের তালিকা প্রকাশ, কোন তারিখ থেকে কার্যকর হবে?

বিশ্ব বাণিজ্য নীতিতে আবারও চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বে ১ অগাস্ট থেকে শুল্ক আরোপের কথা ঘোষণা করলেও, আজ ৯২টি দেশের তালিকা প্রকাশ করে নতুন করে সময়সীমা নির্ধারণ করেছেন তিনি। এবার ট্রাম্প জানিয়েছেন, আগামী ৭ অগাস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারত ছাড়াও জাপান, কোরিয়া-এর মতো বন্ধুরাষ্ট্রগুলোর ওপরও চড়া হারে শুল্ক ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি, পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তির একদিন পরেই তাদের ওপর শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপরও মার্কিন প্রেসিডেন্ট শুল্ক চাপিয়েছেন। তবে, এই সব শুল্ক আজ থেকে কার্যকর না হয়ে, আগামী ৭ অগাস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পারস্পরিক’ শুল্ক আরোপের আগে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। সম্প্রতি হোয়াইট হাউজের ভেতরের একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’র কাছে দাবি করেছিল যে, ট্রাম্পের এই শুল্ক হুমকি এবং এটি ঘিরে যে আলোচনা চলছে, তা ‘সবই ভুয়ো’। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও বলেছিল, ‘আসলে কোনো সময়সীমা নেই। এটি এই নাট্য শোতে একটি স্ব-আরোপিত সময়সীমা।’ ওই ব্যক্তি আরও দাবি করেছেন যে ট্রাম্প জানেন যে ‘তাঁর প্রেসিডেন্সির সবচেয়ে আকর্ষণীয় অংশটি হল শুল্ক’। তিনি আরও যোগ করেছেন যে তিনি এই ইস্যুটিকে ‘সহজে’ ছেড়ে দেবেন না।
প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প প্রাথমিকভাবে ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। পরে তা পিছিয়ে ৯ জুলাই করা হয় এবং এরপর সেই ছাড় ১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই আবহে ৩০ জুলাই এক নির্বাহী নির্দেশিকায় ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপান। সর্বশেষ ঘোষণায় ট্রাম্প জানিয়েছেন, এই শুল্ক আগামী ৭ অগাস্ট থেকে কার্যকর হবে।
ট্রাম্প প্রশাসনের এই বারবার শুল্ক আরোপের সময়সীমা পরিবর্তন এবং নতুন দেশের তালিকা প্রকাশের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়ে এবং দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন দেখার বিষয়।