ব্যাগ চুরির পড়েও ট্রোলারদের কবলে উর্বশী, ‘সন অফ সর্দার ২’-এর প্রশংসায় সুনীল শেট্টি!

বলিউড তারকারা এখন লন্ডন শহরে নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন। একদিকে ‘সন অফ সর্দার ২’ ছবির মজা, অন্যদিকে কিয়ারা আদবানির মা হওয়ার পর প্রথম জন্মদিন উদযাপন এবং উর্বশী রাউটেলার ব্যাগ হারানোর ঘটনা—সব মিলিয়ে খবর জমে উঠেছে।
‘সন অফ সর্দার ২’ দেখে হেসে গড়াগড়ি খেলেন সুনীল শেট্টি
সম্প্রতি লন্ডন শহরে অভিনেতা অজয় দেবগণ, সুনীল শেট্টি এবং তাঁর পুত্র আহান শেট্টি একসঙ্গে দেখেছেন বিজয় কুমার অরোরার পরিচালিত ছবি ‘সন অফ সর্দার ২’। ছবিটি দেখার পর সুনীল শেট্টি সোশ্যাল মিডিয়ায় একটি মজার রিভিউ দিয়েছেন। তিনি লিখেছেন, “সব জায়গা ছেড়ে লন্ডনেই এই পাগলামো হল! অজয়, জাসসি, আর আহান—সবাই মিলে দেখে ফেললাম ‘সন অফ সর্দার ২’। কী যে হেসেছি বলে বোঝাতে পারব না!”
সুনীল বিশেষ করে ছবির একটি বর্ডার সিকোয়েন্সের প্রশংসা করে লিখেছেন যে, সেই দৃশ্য দেখে তিনি ও আহান হেসে লুটোপুটি খেয়েছেন। তিনি অজয় দেবগণের প্রশংসা করে বলেন, “এ.জে, তুই-ই পারিস এইরকম পাগলামোকে স্টাইল দিয়ে ক্যারি করতে!” এই ছবিতে রবি কিষণ, সঞ্জয় মিশ্র, ম্রুণাল ঠাকুর, নিরু বাজওয়া, চাঙ্কি পাণ্ডে, কুবরা সেত-সহ একঝাঁক তারকা রয়েছেন।
মা হওয়ার পর প্রথম জন্মদিন উদযাপন করলেন কিয়ারা আদবানি
৩১ জুলাই ৩৪ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। মা হওয়ার পর এটিই তাঁর প্রথম জন্মদিন। এই বিশেষ দিনে তিনি ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি লেখেন, “আমার জীবনের সবচেয়ে স্পেশ্যাল জন্মদিন… পাশে আমার সন্তান, আমার স্বামী, আর আমার বাবা-মা। দুটো প্রিয় গান বাজছে বারবার… আর সামনে এক নতুন বছরের দরজা খুলছে।”
কিয়ারার জন্মদিনের কেকটিও ছিল অসাধারণ। সাদা রঙের কেকে এক মায়ের ছবি আঁকা ছিল, যিনি সদ্যোজাত শিশুকে বুকে জড়িয়ে ধরেছেন। কেকের উপর লেখা ছিল, “হ্যাপি বার্থডে কি! দুরন্ত একজন মা।” জন্মদিনে ভক্তদের জন্য তিনি আরও একটি সারপ্রাইজ উপহার দেন। এই দিনেই তাঁর নতুন ছবি ‘ওয়ার ২’-এর প্রথম গান মুক্তি পেয়েছে।
লন্ডনে ব্যাগ চুরি হওয়ায় ট্রোলারদের কবলে উর্বশী রাউটেলা
বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা সম্প্রতি লন্ডন থেকে ফেরার পথে গ্যাটউইক বিমানবন্দরে নিজের বহুমূল্য ব্যাগ হারিয়েছেন। উইম্বলডন টেনিস দেখে ফেরার সময় তাঁর লাগেজ বেল্ট থেকে ব্রাউন রঙের ব্যাগটি চুরি হয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লন্ডন পুলিশ, বিমান সংস্থা ও গ্যাটউইক এয়ারপোর্টকে ট্যাগ করেন।
তবে এই সিরিয়াস অভিযোগ নিয়ে নেটিজেনদের মধ্যে মজার আলোচনা শুরু হয়েছে। কেউ লিখেছেন, “উইম্বলডনে ব্যাগ হারালেন এই প্রথম কোনো ভারতীয়!” আবার কেউ কেউ তাঁর সঙ্গে থাকা ‘লাবুবু’ পুতুলগুলোর খোঁজ নিচ্ছেন। এর আগে উইম্বলডন ফাইনাল দেখতে গিয়ে উর্বশী তাঁর হাতে ঝোলানো চারটি রঙিন ‘লাবুবু’ ডলের জন্য ব্যাপক আলোচনার কেন্দ্রে এসেছিলেন। এবার ব্যাগ হারানোর ঘটনা নিয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছেন।