‘মুসলিমদের ক্ষোভ প্রশমণ করতে হুমায়ুনকে দিয়ে নতুন দল বানাচ্ছে তৃণমূলই’ : শমীক ভট্টাচার্য

রাজ্যের মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ কমাতে তৃণমূল কংগ্রেসই বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে একটি নতুন দল গঠনের পরিকল্পনা করছে। বুধবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূলের বিধায়করা বুঝতে পেরেছেন যে রাজ্যে তৃণমূলের বিদায় নিশ্চিত।

তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের বিদায় নিশ্চিত, এটা তৃণমূলের বিধায়করাও বুঝে গেছেন। ক্রমবর্ধমান জনরোষ তাদের ওপর আছড়ে পড়ছে। তাই নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি হচ্ছে।” তিনি আরও বলেন, হুমায়ুন কবিরকে মানুষ ভালো করেই চেনেন। তিনি একাধিকবার দল পরিবর্তন করেছেন এবং তার বক্তব্য মানুষ শুনেছে। শমীকবাবু বলেন, “হুমায়ুন কবির নিজে নতুন দল করছেন, নাকি তৃণমূল তাকে দিয়ে ক্ষোভ প্রশমিত করার জন্য একটি দল তৈরি করাচ্ছে, তা সেই অঞ্চলের মানুষ ঠিকই বুঝতে পারবেন।”

‘বিজেপি বিভাজনের রাজনীতি করে না’

বিজেপির রাজ্য সভাপতির দাবি, “সংখ্যালঘু, সংখ্যাগুরু করে সমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনো দিন করেনি। বিজেপি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য কথা বলছে, শুধু হিন্দু বা মুসলমানের জন্য নয়।”

হুমায়ুন কবিরের হুঁশিয়ারি এবং তৃণমূলের প্রতিক্রিয়া

প্রসঙ্গত, বুধবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন, যদি ১৫ আগস্টের মধ্যে দলীয় নেতৃত্ব বহরমপুর জেলা নেতৃত্বের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে, তাহলে তিনি একটি পৃথক দল গঠন করবেন। তিনি জানান, ইতিমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে। তার দাবি, নবগঠিত দলটি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রায় ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ১৫ থেকে ২৫টি আসনে জয়লাভ করবে।

হুমায়ুন কবিরের এই ধরনের ঘোষণার পরেও তৃণমূল এখনও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এ প্রসঙ্গে দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “আগে উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিন, তারপর এসব কথা বলবেন।” শমীক ভট্টাচার্যের অভিযোগের পর এই বিতর্ক নতুন মাত্রা পেল।