রোহিঙ্গা এবং অনুব্রত ইস্যুতে মমতাকে কড়া আক্রমণ অগ্নিমিত্রা পালের

রোহিঙ্গা ইস্যু এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে আবারও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন এবং তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

রোহিঙ্গা ইস্যুতে মমতাকে আক্রমণ:
অগ্নিমিত্রা পাল রোহিঙ্গা ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “উনি বাংলা ভাষা নিয়ে কথা বলেন অথচ রোহিঙ্গাদের মতো বহিরাগতদের পাশে থাকার কথা বলেন।” তিনি আরও অভিযোগ করেন, “তৃণমূল সরকার শুধুমাত্র নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চায়, তাই বাংলা এবং বাঙালির স্বার্থকে উপেক্ষা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়।” তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ:
রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি অগ্নিমিত্রা পাল অনুব্রত মণ্ডলকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বাংলা ভাষার কথা বলেন, অন্যদিকে অনুব্রতর মতো ক্রিমিনালের পাশে থাকেন।” এই মন্তব্যের মাধ্যমে তিনি তৃণমূলের দ্বিমুখী নীতি তুলে ধরতে চেয়েছেন। তিনি আরও বলেন, “তৃণমূল দুষ্কৃতী এবং অপরাধীদের পাশেই থাকে, এটাই তাদের আসল চরিত্র।”

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ:
অগ্নিমিত্রা পাল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার মতে, তৃণমূল সরকার রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ। তিনি বলেন, “রাজ্যে অপরাধ বাড়ছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর কারণ হলো তৃণমূল নিজেই অপরাধীদের আশ্রয় দিচ্ছে।” তিনি তৃণমূলকে ‘দুষ্কৃতী পোষণের দল’ বলেও কটাক্ষ করেন।

অগ্নিমিত্রা পালের এই আক্রমণাত্মক মন্তব্য আসন্ন নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোরকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।