বিশাল বাংলো ও একাধিক গাড়ি, নিজেকে রাষ্ট্রদূত দাবি করে আর্থিক প্রতারণা, গ্রেফতার ব্যক্তি

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের অভিজাত এলাকা কবিনগরের এক বিলাসবহুল বাংলোয় তল্লাশি চালিয়ে বিশাল প্রতারণা চক্র ফাঁস করল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। অভিযানে ধরা পড়েছে হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ‘ওয়েস্ট আর্কটিকা’, ‘লোডোনিয়া’, ‘সাবোরগা’-র মতো অপরিচিত দেশের রাষ্ট্রদূত বলে পরিচয় দিতেন। বাস্তবে এ সব দেশের কূটনৈতিক স্বীকৃতি নিয়েই রয়েছে প্রশ্ন।

🎭 সাজানো দূতাবাস, কৃত্রিম রাষ্ট্রদূত
হর্ষবর্ধন একটি ভাড়া বাড়িতে ‘ওয়েস্ট আর্কটিকা এম্বাসি’ নাম দিয়ে বছরখানেক ধরে চালাচ্ছিলেন ভুয়ো দূতাবাস। অফিসটি সাজানো হয়েছিল প্রকৃত দূতাবাসের মতোই। ভেতরে ছিল বিদেশ মন্ত্রকের ভুয়ো সিল, কূটনৈতিক স্ট্যাম্প, বিদেশি মুদ্রা, ভুয়ো পাসপোর্ট এবং সরকারি আধিকারিকদের সঙ্গে এডিট করা ছবি।

🚨 কী কী উদ্ধার করেছে STF?
STF-এর হানা দিয়ে যা উদ্ধার হয়েছে, তা যেন গোয়েন্দা থ্রিলারের কাহিনি—

৪টি বিলাসবহুল গাড়ি (সবকটিতে ভুয়ো ডিপ্লোম্যাট নম্বর প্লেট)

১২টি ভুয়ো কূটনৈতিক পাসপোর্ট

৩৪টি বিদেশি কোম্পানি ও দেশের জাল স্ট্যাম্প

₹৪৪.৭ লক্ষ নগদ

বিপুল বিদেশি মুদ্রা ও ১৮টি কূটনৈতিক নম্বর প্লেট

জাল প্রেস কার্ড, ভুয়ো প্যান কার্ড

🕵️‍♂️ কীভাবে চলত প্রতারণা?
হর্ষবর্ধন নিজের ছবির পাশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রীদের ছবির কোলাজ বানিয়ে ছড়িয়ে দিত ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়। “ডিপ্লোম্যাট” পরিচয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা হাতিয়ে নিত। এছাড়া ভুয়ো কোম্পানির আড়ালে হাওয়ালা লেনদেন চালানোরও প্রমাণ মিলেছে।

📚 পুরনো অপরাধেও যুক্ত
STF জানিয়েছে, অভিযুক্ত এর আগেও একাধিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে। ২০১১ সালে, অবৈধ স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তার বিরুদ্ধে কবিনগর থানায় একটি মামলা দায়ের হয়। শুধু তাই নয়, বিতর্কিত চন্দ্রস্বামী এবং অস্ত্র ব্যবসায়ী আদনান খাগোশির সঙ্গে সংযোগ থাকারও প্রাথমিক তথ্য মিলেছে।

⚖️ পরবর্তী পদক্ষেপ
অভিযুক্তের বিরুদ্ধে কবিনগর থানায় প্রতারণা, জালিয়াতি, রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ধারায় মামলা রুজু করা হয়েছে। STF জানায়, হর্ষবর্ধন জৈনকে হেফাজতে নিয়ে গভীর জেরা চলছে। তার প্রতারণা চক্র কতদূর বিস্তৃত এবং আরও কেউ এতে জড়িত কি না, তা জানতেই এখন তদন্তে উঠে পড়ে লেগেছে গোয়েন্দারা।