Weather: বাংলায় ফের টানা বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস রয়েছে জেলায়-জেলায়, জেনেনিন আপডেট

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ কয়েকদিন অস্থির থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়ারও আশঙ্কা। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। পরিস্থিতি বিবেচনায় মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় প্রভাব ফেলবে। এর জেরে বঙ্গোপসাগর থেকে ভরপুর জলীয়বাষ্প প্রবেশ করবে স্থলভাগে এবং বৃষ্টিপাতের মাত্রা বাড়বে দক্ষিণ ও উত্তরবঙ্গে।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বুধবার: কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা বহাল।
শুক্রবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় কমলা সতর্কতা, হুগলি, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা।
শনিবার: হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমানসহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বজায় থাকবে ঝড়-বৃষ্টি।
রবিবার ও সোমবার: দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মেদিনীপুর অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ধারা সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির প্রকোপ
শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাসে জারি হয়েছে হলুদ সতর্কতা। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে একই সতর্কতা বজায় থাকবে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠবে বলে মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
কলকাতার আবহাওয়া
রাজ্যের রাজধানী কলকাতাতেও শুরু হয়েছে বৃষ্টি। সপ্তাহের শেষ পর্যন্ত বজায় থাকবে বৃষ্টির ধারা। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনায় শহরের কিছু অংশে জলজটের আশঙ্কাও থাকছে।
পরামর্শ: আবহাওয়ার এমন রূপ বদলের মধ্যে সাধারণ মানুষকে সতর্ক থাকা, অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
চাইলে এই প্রতিবেদনকে ইনফোগ্রাফিক বা জেলারভিত্তিক স্লাইড আকারেও সাজিয়ে দিতে পারি। প্রয়োজন হলে বলবেন।