বিশ্বের ‘সবচেয়ে খ্যাপাটে’ ই-স্কুটার আনার দাবি বো’র, জেনেনিন কি কি থাকছে বৈশিষ্ট

বিশ্বের সবচেয়ে ‘খ্যাপাটে’ বা অদ্ভুত ধরনের ই-স্কুটার তৈরির দাবি করেছে যুক্তরাজ্যের ই-স্কুটার নির্মাতা কোম্পানি বো মবিলিটি (Bo Mobility)। ‘ফর্মুলা ওয়ান টিম উইলিয়ামস’-এর অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই কোম্পানি এমন এক ই-স্কুটার তৈরি করেছে, যা দ্রুততম গাড়ির অভিজ্ঞতাকে বাইকের দুনিয়ায় নিয়ে এসেছে। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, নির্মাতাদের লক্ষ্য ছিল দ্রুতগতির যানবাহন তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি উন্নতমানের ই-স্কুটার তৈরি করা।

‘টার্বো’: গতির নতুন সংজ্ঞা
বর্তমানে ফর্মুলা ওয়ান দলে কাজ না করলেও, দ্রুতগতির যানবাহন বানানোর নেশা রয়েই গেছে বো-এর নির্মাতাদের মধ্যে। এ কারণেই তারা ‘টার্বো’ নামের নতুন এক ই-স্কুটার এনেছে, যা কোম্পানিটির সাধারণ ই-স্কুটারেরই উন্নত এক সংস্করণ। এর সম্ভাব্য সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটারেরও বেশি এবং একবার চার্জে এটি ২৪০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে!

অসাধারণ ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা ফিচার
‘টার্বো’ স্কুটারটিতে রয়েছে ২৪ হাজার ওয়াটের ডুয়াল মোটর এবং এক হাজার আটশ ওয়াট আওয়ার সক্ষমতার ব্যাটারি। স্কুটারের নিরাপত্তা ও ভারসাম্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বো। এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, এতে ‘ফর্মুলা ওয়ান’-স্টাইলের এয়ার ইনটেক রয়েছে, যা ইলেকট্রনিকস ও ব্রেককে ঠান্ডা রাখতে সাহায্য করে। বো দাবি করছে, স্কুটারটি হালকা হওয়ায় এর পাওয়ার-টু-ওয়েট রেশিও ‘সুপারকার বুগাটি ভেইরন’-এর চেয়েও বেশি। এরই মধ্যে সাবেক ‘বিএমএক্স’ রাইডার ট্রে হোয়াইট স্কুটারটিকে নিয়ে পরীক্ষা করেছেন। যদিও তিনি এখনও ঘণ্টায় ১০০ মাইলের গতি পেরোতে পারেননি, তবে কোম্পানিটির ধারণা, এ গতি শিগগিরই ছাড়িয়ে যাবে টার্বো।

বাজারে আসছে বো স্কুটার: দাম ও ডেলিভারি
এনগ্যাজেট লিখেছে, টার্বো স্কুটি দুনিয়ার রাইডারদের নজর কাড়ার দারুণ উপায় হতে পারে। বো খুব শীঘ্রই আমেরিকায় আনুষ্ঠানিকভাবে তাদের স্কুটার আনতে চলেছে। কোম্পানিটির ‘বো এম’ (Bo M) নামের স্কুটারটি প্রি-অর্ডার করতে পারবেন আমেরিকার ক্রেতারা, যার ডেলিভারি শুরু হবে আগস্ট ২০২৫ থেকে।

যারা সাধারণ ‘বো এম’ মডেল নিতে চান, যার রেঞ্জ ৪০ কিলোমিটার, সেটির দাম হবে ১,৯৯০ ডলার।

অন্যদিকে, যারা ‘এম২’ (M2) মডেল নিতে চান, যার রেঞ্জ প্রায় ৬৫ কিলোমিটার, সেটির দাম ২,৪৯০ ডলার।

তবে যারা রাস্তার গাড়ির গতিতে চলতে পারে এমন একটি স্কুটার ব্যবহার করার দুর্দান্ত অভিজ্ঞতা পেতে চান, তারা চাইলে টার্বো মডেলটিও কিনতে পারেন। টার্বো স্কুটারটির দাম শুরু হচ্ছে ২৯ হাজার ৫০০ ডলার থেকে। এই টার্বো মডেলের প্রথম ইউনিটটি ২০২৬ সালে মাদ্রিদের এক সংগ্রাহকের কাছে ডেলিভারি দেবে বো।

বো মবিলিটির এই নতুন উদ্যোগ ই-স্কুটার বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে, যেখানে গতি, প্রযুক্তি এবং নিরাপত্তা একসঙ্গে মিশে এক অসাধারণ অভিজ্ঞতা দেবে।