OMG! রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন, জেনেনিন হঠাৎ হলোটা কী?

সোমবার সকালে বীরভূমের নলহাটি আজিমগঞ্জ লেভেল ক্রসিংয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। সকাল সাড়ে ১১টা নাগাদ রেল গেটের সামনে আচমকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রেল গেটের সামনে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ, রেল পুলিশ এবং দমকল বাহিনী, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলহাটির একটি মোটরসাইকেল শোরুমের এক কর্মী কোম্পানির কাজে একটি বাইক নিয়ে যাচ্ছিলেন। আজিমগঞ্জ লেভেল ক্রসিংয়ে পৌঁছানোর সময় রেল গেট বন্ধ থাকায় তিনি বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। গেট খুলতেই তিনি মোটরবাইকে স্টার্ট দিতে যান। ঠিক সেই মুহূর্তে বাইক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে ওই কর্মী বাইকটি ফেলে রেখে দ্রুত রাস্তার একপাশে সরে যান। এরপরই দাউ দাউ করে আগুন ধরে যায় পুরো বাইকটিতে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত নলহাটি থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোনো বড় দুর্ঘটনা এড়াতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেল গেট এলাকায় উপস্থিত লোকজনকে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এরপর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, “রেল গেট পড়েছিল। অনেক গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটি বাইকে আগুন লেগে যায়। ভয় পেয়ে কেউ আর সামনে যায়নি।” এই আকস্মিক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং রেল গেটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা রেল চলাচল ও সড়ক যোগাযোগ উভয়কেই সাময়িকভাবে ব্যাহত করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, তবে প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।