“কানওয়ার যাত্রাকে কলঙ্কিত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা, শাস্তি হবে”-হুঙ্কার যোগী আদিত্যনাথের

ঐতিহ্যবাহী কানওয়ার যাত্রাকে অপমানিত করার একটি সুপরিকল্পিত চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার মিরাটে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একদল ‘নিন্দুক’ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট করে সমাজে বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কানওয়ার যাত্রাকে ঘিরে চলা সাম্প্রতিক বিতর্কের নতুন মাত্রা যোগ হয়েছে।
প্রতি বছর শ্রাবণ মাসে লাখ লাখ শিবভক্ত খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে গঙ্গানদী থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালেন। এই ভক্তদের ‘কানওয়ারি’ বলা হয়। চলতি বছরের যাত্রা শুরু হয়েছে ১১ জুলাই থেকে, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত। তবে সম্প্রতি কানওয়ার যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে গেরুয়া পোশাক পরা কিছু ব্যক্তিকে ভাঙচুর ও ঝামেলায় জড়াতে দেখা যায়।
এ প্রসঙ্গে যোগী আদিত্যনাথ দৃঢ়ভাবে অভিযোগ করেন যে, বেশিরভাগ ভক্ত পবিত্রতা বজায় রাখলেও কিছু অসামাজিক উপাদান কানওয়ার যাত্রাকে কলুষিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, “শিবভক্তদের মধ্যে ঢুকে অনুপ্রবেশকারীরা এই কাজ করছে। তারাই কানওয়ারিদের ভাবমূর্তি নষ্ট করছে।” তিনি সাধারণ মানুষকে এই ‘অনুপ্রবেশকারীদের’ থেকে দূরে থাকতে এবং তাদের চিহ্নিত করতে প্রশাসনকে জানানোর আহ্বান জানান।
আইন হাতে না নেওয়ার আবেদন ও সিসিটিভি নজরদারি:
আদিত্যনাথ ভক্তদের উদ্দেশ্যে বলেন, “ওদের মুখোশ খুলে দিন। যে কোনও মূল্যে তাদের থেকে দূরে থাকুন। ওদের আপনাদের বৃত্তে ঢুকতে দেবেন না। তেমন কিছু দেখলে অবিলম্বে প্রশাসনকে জানান। তারা পদক্ষেপ করবে।” একই সাথে তিনি ভক্তদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আবেদন জানান।
মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন যে, গোটা কানওয়ার যাত্রার পথ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ফলে, “দোষীরা ছাড়া পাবে না।” তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতিও তিনি আবেদন জানান।
বিতর্কের প্রেক্ষাপট ও নতুন নিয়ম:
উল্লেখ্য, সম্প্রতি মির্জাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট নিয়ে কানওয়ার যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি এবং একজন সিআরপিএফ জওয়ানকে আক্রমণের ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজন কানওয়ার যাত্রীকে গ্রেপ্তার করা হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক দানা বাঁধে। এর পরপরই উত্তরপ্রদেশ সরকার তীর্থযাত্রার পথে বেসবল ব্যাট এবং হকি স্টিকের মতো সরঞ্জাম নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে।
যোগী আদিত্যনাথের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কানওয়ার যাত্রার পবিত্রতা বনাম অসামাজিক কার্যকলাপের বিতর্ক তুঙ্গে। তার অভিযোগ, কিছু চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঐতিহ্যবাহী ধর্মীয় আচারকে বিতর্কিত করতে চাইছে। প্রশাসন এখন সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য যাচাই করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার কাজে ব্যস্ত।