OMG! একই পরিবারের ৮ জনকে বিষ খাইয়ে খুনের চেষ্টা, গ্রেফতার হলেন বাবা-মেয়ে

উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে, পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূ তাঁর বাবার সঙ্গে মিলে পরিবারের আট সদস্যকে গম দিয়ে তৈরি আটার সঙ্গে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে শেষ মুহূর্তে আটা থেকে দুর্গন্ধ বেরোনোয় সন্দেহ হওয়ায় পুরো বিষয়টি ফাঁস হয়ে যায় এবং রক্ষা পায় গোটা পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কৌশাম্বীর কারারি থানা এলাকার মালাকিয়া বাঝা খুররম গ্রামে। অভিযুক্ত গৃহবধূর নাম মালতী দেবী, যিনি ব্রিজেশ কুমারের স্ত্রী। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে মালতী দেবীর অশান্তি চলছিল, বিশেষ করে তাঁর শ্যালিকা মঞ্জু দেবীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত। এই ক্ষোভ থেকেই তিনি এমন ভয়ংকর পরিকল্পনা করেন বলে অভিযোগ। এই হত্যাচেষ্টার পরিকল্পনায় তাঁর বাবাও জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

**যেভাবে ফাঁস হলো চক্রান্ত:**

পুলিশের তদন্তে জানা যায়, মালতী দেবী পরিবারের সবার খাবারে ব্যবহৃত আটার সাথে মারাত্মক কীটনাশক ‘সালফস’ (অ্যালুমিনিয়াম ফসফাইড) মিশিয়ে দিয়েছিলেন। এই কীটনাশকটি অত্যন্ত বিষাক্ত এবং দ্রুত প্রাণঘাতী হতে পারে। তবে, রান্নার আগে আটা থেকে অস্বাভাবিক এবং তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। মঞ্জু দেবী আটার এই অদ্ভুত গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির অন্যদের সতর্ক করেন। এরপর পরিবারের সদস্যরা মালতী দেবীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

**পুলিশের দ্রুত পদক্ষেপ:**

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে মালতী দেবী এবং তাঁর বাবাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়। কৌশাম্বীর পুলিশ কর্মকর্তা রাজেশ সিং জানান, “আটা থেকে দুর্গন্ধ বেরোতেই পরিবার পুলিশে খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে মালতী দেবী ও তাঁর বাবাকে হেফাজতে নিয়েছি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (হত্যার চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”

এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ভয়াবহ অপরাধের চেষ্টা গোটা উত্তরপ্রদেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিবাদই এই নৃশংস পরিকল্পনার মূল কারণ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।