YouTube-এর জনপ্রিয় পেজ বন্ধ হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ নিলো বড় সিদ্ধান্ত

ইউটিউব এবার তার ব্যবহারকারীদের জন্য আরও একটি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সম্প্রতি পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে আয় করার ওপর নিষেধাজ্ঞা জারির পর, এবার জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তাদের ভিডিও সার্চ এবং আবিষ্কারের পদ্ধতিতে আনছে আমূল পরিবর্তন। আগামী ২১ জুলাই, ২০২৫ তারিখ থেকে ইউটিউবের বহু পরিচিত ‘ট্রেন্ডিং’ পেজ এবং ‘ট্রেন্ডিং নাও’ তালিকা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
২০১৫ সাল থেকে চালু থাকা এই ফিচারগুলো গত ১০ বছর ধরে প্ল্যাটফর্মে জনপ্রিয় ভিডিওগুলো প্রদর্শন করে আসছিল। কিন্তু ইউটিউবের নতুন পরিকল্পনায় এই দুটি পেজের আর কোনো স্থান নেই।
আসছে ক্যাটাগরি-ভিত্তিক ‘চার্ট’:
‘ট্রেন্ডিং’ পেজের পরিবর্তে ইউটিউব এবার একটি নতুন ফিচার আনছে: ক্যাটাগরি-ভিত্তিক চার্ট। এর অর্থ হলো, ব্যবহারকারীরা এখন আর একটি সিঙ্গেল পেজে সব ট্রেন্ডিং ভিডিও দেখতে পাবেন না। বরং ভিডিওগুলো তাদের বিষয়বস্তু অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরির আওতায় প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে বেশ কিছু বিশেষ ক্যাটাগরি, যেমন:
- ট্রেন্ডিং মিউজিক ভিডিওস
- উইকলি টপ পডকাস্ট শোস
- ট্রেন্ডিং মুভি ট্রেইলারস
কেন এই পরিবর্তন?
ইউটিউবের দাবি, বর্তমানে ব্যবহারকারীরা ‘ট্রেন্ডিং’ পেজে তেমনভাবে আসেন না। বেশিরভাগ ব্যবহারকারীই সার্চ অপশন, ‘এক্সপ্লোর’ ট্যাব, বিভিন্ন চ্যানেল ভিজিট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমেই তাদের পছন্দের কন্টেন্ট খুঁজে নেন। ব্যবহারকারীদের কন্টেন্ট খোঁজার এই পরিবর্তিত অভ্যাসকে মাথায় রেখেই ইউটিউব আরও প্রাসঙ্গিক এবং ক্যাটাগরি-ভিত্তিক ট্রেন্ডিং আনার সিদ্ধান্ত নিয়েছে।
আরও ব্যক্তিগত হবে ব্যবহারকারীর অভিজ্ঞতা:
এই নতুন ব্যবস্থার ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত (পার্সোনালাইজড) হবে। অর্থাৎ, ব্যবহারকারী যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তার সামনে সেই সংক্রান্ত ট্রেন্ডিং ভিডিওগুলোই বেশি করে আসবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যবহারকারী গান শুনতে ভালোবাসেন, তাহলে তিনি ‘ট্রেন্ডিং মিউজিক ভিডিওস’ ক্যাটাগরিতে বেশি পরিমাণে নতুন ও জনপ্রিয় গান দেখতে পাবেন। আবার, কোনো ব্যবহারকারী যদি প্রযুক্তি বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে সেই সংক্রান্ত ট্রেন্ডিং ভিডিওগুলোই তার সামনে আসতে থাকবে। এতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক ভিডিও সহজে খুঁজে নিতে পারবেন।
এই পরিবর্তন ইউটিউবে কন্টেন্ট আবিষ্কারের পদ্ধতিকে কতটা সহজ এবং কার্যকর করে তোলে, সেটাই এখন দেখার বিষয়।