নিকো পার্কে মর্মান্তিক দুর্ঘটনা, ছেলের মৃত্যুতে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ বাবার, বিচার চেয়ে তদন্তের দাবি

সল্টলেকের জনপ্রিয় বিনোদন কেন্দ্র নিকো পার্কে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াটার পার্কে ঝর্ণার জলে জ্ঞান হারানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রাহুল দাস নামে ওই কলেজ পড়ুয়ার। এই ঘটনায় পার্ক কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত রাহুলের বাবা। তাঁর অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষার অভাব এবং সময়মতো চিকিৎসার অভাবে তাঁদের ছেলেকে প্রাণ হারাতে হয়েছে।
পরিবারের অভিযোগ: গাফিলতি ও অসহযোগিতা
রাহুল দাসের বাবা তাঁর লিখিত অভিযোগে বলেন, “কর্তৃপক্ষের পুরো গাফিলতি ছিল। হাসপাতালের দূরত্ব খুব বেশি নয়, অথচ তিরিশ মিনিট লাগল হাসপাতাল নিয়ে যেতে। অক্সিজেন দিলে ছেলে হয়তো বেঁচে যেত। কোনো অক্সিজেন সাপোর্টেরও ব্যবস্থা ছিল না।” তিনি আরও অভিযোগ করেন, এত বড় পার্কে বেশ কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই। তাঁর দাবি, “আমরা প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাইছি। পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করছি।”
দুর্ঘটনার পর নিকো পার্ক কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগও তুলেছে পরিবার। রাহুল দাসের মামা এবং পরিবারের অন্যান্য সদস্যরা দুর্ঘটনার স্থল ঘুরে দেখতে চেয়ে গতকাল নিকো পার্ক প্রাঙ্গণে উপস্থিত হলেও কর্তৃপক্ষের কেউ তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেননি। তাঁরা জানান, “ঘটনাস্থল ঘুরে দেখতে চেয়েছি কিন্তু এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কেউ কোনোরকম সহযোগিতা করেননি। কোনো কথা বলছে না কর্তৃপক্ষের কেউই। গতকাল এত বড় দুর্ঘটনার পরেও আজ খোলা পার্ক। চলছে সমস্ত রাইড।” এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
কী ঘটেছিল সেদিন?
সূত্রের খবর, বুধবার সাতজনের একটি দল নিকো পার্কের ওয়াটার পার্কে এসেছিল, যেখানে চারজন যুবক এবং তিনজন তরুণী ছিলেন। এঁরা প্রত্যেকেই কলেজ পড়ুয়া বলে জানা গেছে। ওয়াটার পার্কে ঝর্ণার জল পড়ার সময় রাহুল দাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশের তদন্ত ও পার্কের প্রতিক্রিয়া
ঘটনার পর থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ, পার্কের সুরক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
শহরের অন্যতম জনপ্রিয় এই ওয়াটার পার্ক সাধারণত শিশু থেকে যুবক সকলের কাছেই প্রিয় একটি বিনোদন কেন্দ্র। এমন একটি দুর্ঘটনা এবং তার প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ পার্কের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। এই ঘটনা নিকো পার্কের ভাবমূর্তিতেও বড়সড় আঘাত হেনেছে।