জঙ্গলমহলে স্বনির্ভরতার হাতছানি, ঝাড়গ্রামে আদিবাসী ছাত্রী হোস্টেলে নিয়োগের সুযোগ ও উত্তীর্ণদের জন্য কর্মসংস্থান

জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য সুখবর! ঝাড়গ্রাম জেলায় এবার স্থানীয় যুবক-যুবতীদের জন্য সরকারি হোস্টেলে চাকরির সুযোগ এসেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন এবং উপযুক্ত সুযোগের অভাবে বাড়িতে বসে আছেন, তাদের জন্য এটি একটি দারুণ খবর। গোপীবল্লভপুর এক নম্বর উন্নয়ন ব্লকের আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের আদিবাসী ছাত্রী হোস্টেলে অস্থায়ী ভিত্তিতে হোস্টেল সুপার, রাঁধুনি এবং হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞাপিত হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

পদের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সের শর্তাবলী নিচে দেওয়া হলো:

১) হোস্টেল সুপার (মহিলা): এই পদের জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তাঁকে স্নাতক পাশ হতে হবে। নির্বাচিত প্রার্থী মাসিক ১০,০০০ টাকা বেতন পাবেন।

২) রাঁধুনি: অষ্টম শ্রেণী উত্তীর্ণ পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ৭,০০০ টাকা।

৩) হেল্পার: এই পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ৫,০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ:

আগ্রহী প্রার্থীরা চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু করে আগামী ৩০শে জুলাই বিকাল ৫:৩০টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদনপত্র সরাসরি ব্লক অফিসের ড্রপবক্সে জমা দেওয়া যাবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
গোপীবল্লভপুর এক নম্বর উন্নয়ন ব্লক, গ্রাম – ছাতিনাশোল, থানা – গোপীবল্লভপুর, জেলা – ঝাড়গ্রাম, পিন কোড – ৭২১৫০৪।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত জেরক্স কপি সংযুক্ত করতে হবে। ইন্টারভিউর দিন সমস্ত মূল কাগজপত্র যাচাই করা হবে। আবেদনের জন্য একটি বৈধ ইমেইল আইডি থাকা আবশ্যক। আবেদন গৃহীত হলে রেজিস্ট্রেশন নম্বর, এডমিট কার্ড এসএমএস, ইমেল বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে।

নিয়োগ পদ্ধতি:

হোস্টেল সুপার: এই পদের জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের একটি পরীক্ষায় বসতে হবে। এর মধ্যে ৭৫ নম্বর থাকবে লিখিত পরীক্ষায় এবং বাকি ২৫ নম্বর থাকবে ইন্টারভিউতে।

রাঁধুনি ও হেল্পার: এই দুটি পদের জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউর তারিখ ব্লক অফিসের নোটিশ বোর্ড, আবেদনকারীদের এসএমএস, ইমেল বা কল লেটার/এডমিট কার্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশিকা:

আবেদন করার আগে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (jhargram.gov.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে হবে। আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করা অত্যন্ত জরুরি, কারণ কোনো ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। ৩০শে জুলাই বিকাল ৫:৩০টার মধ্যে আবেদনপত্র জমা না পৌঁছলে তা বাতিল বলে গণ্য হবে।

জঙ্গলমহলের গ্রামীণ এলাকার শিক্ষিত ও স্বল্প শিক্ষিত যুবকদের জন্য এই নিয়োগ একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে, যা তাঁদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে।