১ কোটি ফেইসবুক প্রোফাইল মুছল মেটা, জেনেনিন কেন এই বড় পদক্ষেপ

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা (Meta) তাদের প্ল্যাটফর্ম থেকে স্প্যাম এবং নকল কনটেন্ট দমনের জন্য এক বিশাল অভিযান শুরু করেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় ১ কোটি ফেসবুক প্রোফাইল মুছে ফেলেছে কোম্পানিটি। এই প্রোফাইলগুলো মূলত বড় কনটেন্ট নির্মাতাদের নকল করে তৈরি হয়েছিল বলে মেটা জানিয়েছে।

সোমবার (১৫ জুলাই, ২০২৫) মেটা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অতিরিক্ত স্প্যাম কনটেন্ট’ ঠেকানোর অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেসবুক ফিডকে আরও প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার জন্য এটি মেটার একটি বড় উদ্যোগ। আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি (CNBC) জানিয়েছে, মেটা বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি কনটেন্ট পোস্ট করা স্প্যাম সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

নির্মাতাদের সুরক্ষায় নতুন নীতি ও প্রযুক্তি
এই উদ্যোগের অংশ হিসেবে একটি ব্লগ পোস্টে মেটা বলেছে যে, তারা কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন মৌলিক পোস্টের জন্য সমর্থন যোগাতে নতুন নীতিমালা চালু করছে। এর মাধ্যমে আসল কনটেন্ট নির্মাতারা আরও সুরক্ষিত থাকবেন।

ফেসবুক জানিয়েছে, প্রায় পাঁচ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কোম্পানিটি, যেগুলোকে ‘অসদাচরণ ও স্প্যাম ছড়ানোর সঙ্গে জড়িত’ বলে শনাক্ত করা হয়েছে। এই ব্যবস্থার মধ্যে রয়েছে কমেন্টের গুরুত্ব কমিয়ে আনা এবং কনটেন্টের বিস্তার বা পরিসর সীমিত করা।

মেটা আরও বলেছে যে, ‘অমৌলিক কনটেন্ট’ বলতে এমন ছবি বা ভিডিও বোঝানো হয়, যেগুলো অন্য কারো তৈরি কিন্তু মূল নির্মাতাকে কৃতিত্ব না দিয়েই পুনরায় ব্যবহার হয়েছে। এখন তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে, যা নকল বা ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করতে পারে। ফলে সেই ধরনের কনটেন্টের প্রকাশ বা ছড়িয়ে পড়াও কমিয়ে দেবে তারা।

AI-তে বিনিয়োগ বাড়াচ্ছে মেটা, বাড়ছে স্প্যামও
স্প্যাম এবং অমৌলিক কনটেন্টের বিরুদ্ধে মেটার এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) বিনিয়োগ বাড়াচ্ছে। সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এক ঘোষণায় মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী বছর নিজেদের প্রথম ‘সুপারক্লাস্টার’ চালুর লক্ষ্যে এআই কম্পিউটিং অবকাঠামোতে ‘শত শত কোটি ডলার’ খরচের পরিকল্পনা করছে কোম্পানিটি।

এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরির কাজটি অনেক সহজ হয়ে উঠেছে। বর্তমানে ‘এআই শপ’ নামে পরিচিত স্প্যাম ও নিম্নমানের কনটেন্টের বেড়ে যাওয়া রোধে মেটার পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মও সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপগুলো ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিবেশকে কতটা উন্নত করবে, সেটাই এখন দেখার বিষয়।