“আচমকা হড়পা বানের কবলে বাস…”-বরাতজোরে রক্ষা পেলেন পড়ুয়া ও যাত্রীরা, এলাকায় আতঙ্ক

উত্তরবঙ্গের ডুয়ার্স আবারও প্রকৃতির রুদ্র রূপের সাক্ষী হলো। বুধবার সকালে বাঙরি নদীতে হড়পা বানের কবলে পড়ল টোটোপাড়া থেকে বীরপাড়াগামী একটি যাত্রীবাহী বেসরকারি বাস। যদিও বরাতজোরে বাসের যাত্রী ও একদল স্কুল শিক্ষার্থী-সহ সকলেই রক্ষা পেয়েছেন, তবে এই ভয়াবহ অভিজ্ঞতা তাঁদের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টা নাগাদ টোটোপাড়া থেকে বীরপাড়ার উদ্দেশ্যে রওনা হয় বাসটি। টোটোপাড়া থেকে সাধারণত একটি বেসরকারি বাসই যাত্রী পরিবহন করে থাকে। বেশ কয়েকটি পাহাড়ি ঝোরা পার করার পর বাসটি যখন বাঙরি নদী অতিক্রম করছিল, তখনই ঘটে এই বিপত্তি। আচমকাই পাহাড়ি ঢলের কারণে নদীতে হড়পা বান আসে এবং যাত্রীবাহী বাসটি প্রবল জলের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম হয়।

বাসের ভেতরের যাত্রীরা ভয়ে চিৎকার করে ওঠেন, অনেকে কান্নায় ভেঙে পড়েন। জলের তীব্র স্রোত এতটাই বেশি ছিল যে, প্রাথমিক পর্যায়ে উদ্ধারকাজে হাত লাগাতে পারেনি বিপর্যয় মোকাবিলা দপ্তর বা পুলিশ। আতঙ্কের মুহূর্তে কিছু যাত্রী জলের মধ্যেই নেমে আসার চেষ্টা করেন এবং কয়েক জন বেরিয়েও আসেন। এরপর স্রোতের টান কিছুটা কমলে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসের ভিতরে আটকে থাকা বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।

এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যাত্রীরা এখনও সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে শিউরে উঠছেন।

এদিকে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে নদী পেরিয়ে যাতায়াতকারী সকলকে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।